• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

কুষ্টিয়া শিশু পরিবার থেকে ২ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আরটিভি নিউজ

  ১০ নভেম্বর ২০২৪, ০৬:৪৩
কুষ্টিয়া শিশু পরিবার থেকে ২ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
ছবি : সংগৃহীত

কুষ্টিয়া সরকারি শিশু পরিবার (বালক) থেকে শিক্ষার্থী নিখোঁজ ও নির্যাতনের অভিযোগে ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) রাতে কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান সরকারি শিশু পরিবার পরিদর্শন করার সময় এ তথ্য নিশ্চিত করেন।

বরখাস্ত কর্মীরা হলেন- ওই প্রতিষ্ঠানের উপতত্ত্বাবধায়ক আসাদুজ্জামান ও সহকারী তত্ত্বাবধায়ক ইলিয়াস হোসেন। এ ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি করা হয়েছে।

এ সময় জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, শিশুদের অভিযোগগুলো মনোযোগ দিয়ে শুনেছি। এখন কাগজে-কলমে যাচাই করে দেখা হবে। এ ছাড়া নিখোঁজ রাইয়ান হোসেন রিজভীকে (১২) খুঁজে বের করার জন্য যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে।

সাময়িক বরখাস্তের বিষয়টি জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল লতিফ শেখও নিশ্চিত করে বলেন, তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সহকারী পরিচালক মুহাম্মদ মুরাদ হোসেন, শুভংকর ভট্টাচার্য ও প্রবেশন অফিসার আতাউর রহমান কমিটিতে রয়েছেন। কমিটিকে তিনদিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আব্দুল লতিফ বলেন, প্রাথমিকভাবে অভিযুক্ত দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত রিপোর্ট সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফ্ল্যাটে মিলল নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ
বাগেরহাটে ইউপি চেয়ারম্যান নাসির বরখাস্ত
জেলের জালে ধরা পড়ল কুমির, অতঃপর...
বিয়ের দাবিতে প্রকৌশলীর অফিসে অনশনে নৃত্যশিল্পী