• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও ১৪ সদস্যের দায়িত্ব গ্রহণ 

রাঙ্গামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ নভেম্বর ২০২৪, ১৪:২২

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের অধীনে পুনর্গঠিত রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন ১৫ সদস্যের নতুন পরিষদ দায়িত্ব গ্রহণ করেছে।

রোববার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় নবগঠিত রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার ও ১৪ জন সদস্য আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্বভার গ্রহণ করেন।

নবগঠিত জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ১০তম চেয়ারম্যান হিসাবে পরিষদ চেয়ারম্যান পদে আসীন হলেন। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মুহাম্মদ রিজাউল করিমসহ পরিষদের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ৭ নভেম্বর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের জারী করা এক প্রজ্ঞাপনে নতুন পরিষদ গঠন করা হয়। দেশের ৬১ জেলার জেলা পরিষদ গুলোর চেয়ে তিন পার্বত্য জেলা পরিষদগুলোর মধ্যে ভিন্নতা রয়েছে। রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলায় ১৯৮৯ সালে প্রণীত পৃথক ৩টি আইন অনুযাযী জেলা পরিষদগুলো গঠিত।

আইন এ বিধান অনুযায়ী বর্তমান চেয়ারম্যান ও ১৪ সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন পরিষদ গঠণ করা হয়েছে। বর্তমান পরিষদে ২ জন উপজাতীয় এবং ১ জন অ-উপজাতীয়সহ মোট ৩ জন মহিলা সদস্যের পদ সংরক্ষিত রাখা হয়েছে।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের কাছে ২৫টি সরকারী দপ্তর ও বিষয় হস্তান্তরিত। দপ্তর সমূহের পরিচালনার দায়িত্ব পরিষদের কাছে ন্যস্ত। রাঙ্গামাটিতে বসবাসরত ক্ষুদ্র নৃ গোষ্ঠী ও অ উপজাতীয় সকল জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অগ্রগতির জন্য অবকাঠামোসহ অন্যান্য খাতসমূহে সুষম উন্নয়নের লক্ষ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের আইন অনুযায়ী নব গঠিত অন্তরবর্তীকালীন পরিষদ কাজ চালিয়ে যাবেন।

আরটিভি/এফআই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিগত দিনে চাকরিচ্যুতদের অনশন ভাঙালেন বংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান
এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর কারাগারে
রাঙ্গামাটিতে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে বড়দিন
নদীতে গোসলে নেমে ২ পর্যটক নিখোঁজ