• ঢাকা রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১
logo

ষড়যন্ত্রের শিকার হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার: এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ নভেম্বর ২০২৪, ১৭:০৭
ষড়যন্ত্রের শিকার হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার: এ্যানি
ছবি : সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকার অল্প সময়ের জন্য ক্ষমতায় আছে, কিন্তু তারা দেশ পরিচালনা করতে যেখানেই যাচ্ছে সেখানেই ষড়যন্ত্রের শিকার হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

রোববার (১০ নভেম্বর) দুপুরে জুয়েলার্স ব্যবসায়ী হিরা লাল দেবনাথের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ কথা বলেন তিনি। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জেলা শাখার ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার অল্প সময়ের জন্য ক্ষমতায় আছে। তারা দেশ পরিচালনা করতে যেখানেই যাচ্ছে, সেখানেই ষড়যন্ত্রের শিকার হচ্ছে। আইনশৃঙ্খলার অবনতি কীভাবে ঘটানো যায়, এর জন্য একটি চক্রান্ত, একটি গোষ্ঠী লেগে আছে। এরা তারাই যারা বিগত দিনে অত্যাচার-নির্যাতন, খুনের সঙ্গে জড়িত ছিল, ডাকাতি-সন্ত্রাসের সঙ্গে জড়িত ছিল। সেই চক্রই বিভিন্নভাবে আগেও যেমন হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা করেছিল, এখনো সুযোগ বুঝে আঘাত করে আসছে। ওই আঘাত করে এ সরকারের বিরুদ্ধে দেশ পরিচালনায় ব্যর্থতার অভিযোগ আনার চেষ্টা করছে। সব ধর্মের মানুষ ও রাজনৈতিক দল সবাই মিলে আমরা একসঙ্গে মিলেমিশে আছি এবং থাকব।

মানববন্ধন শেষে হত্যাকারীদের গ্রেপ্তার ও স্বর্ণ ব্যবসায়ীদের নিরাপত্তার দাবি জানিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন বাজুস নেতারা।

শুক্রবার (২৮ অক্টোবর) রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের হামছাদী গ্রামে কাজির দিঘীরপাড় বাজারের স্বর্ণ ব্যবসায়ী হিরালাল দেবনাথ দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মারা যান।

এ্যানি বলেন, অতীতে কারা হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, জমি ও ব্যবসাপ্রতিষ্ঠান দখল করেছে। তা বুঝতে কারও বাকি নেই। তারা কিন্তু সবাই পালিয়ে যায়নি, দেশে আছে। তারা ষড়যন্ত্রের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়কে আঘাত করছে। আর পার্শ্ববর্তী দেশকে বুঝাতে চায় যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় নিরাপদ নয়। কিন্তু হিন্দু সম্প্রদায়ের লোকজনই সব জায়গায় বক্তব্য দিচ্ছে ‘আমরা অতীতে যেভাবে অত্যাচারিত হয়েছি, এখন সেভাবে অত্যাচারিত হচ্ছি না’। আমাদের দায়িত্ব হলো ষড়যন্ত্রের বিরুদ্ধে আরও বেশি সজাগ থাকা। কারণ দেশটা আমাদের সবার। দেশটাকে আমাদেরকেই রক্ষা করতে হবে। জাতিকে রক্ষা করতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের সবাইকে একত্রিত করেছেন এবং চেষ্টা করেছেন। সকল রাজনৈতিকদলসহ আমরা সবাই মিলে ছাত্র-জনতার আন্দোলন তৈরি করেছি। এ আন্দোলনের ধারাবাহিকতা আমাদেরকে রক্ষা করতো হবে। আন্দোলনের সুফল-ফসল আমাদেরকে ঘরে নিয়ে আসতে হবে।

হিরা লাল দেবনাথের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, হিরা লাল দেবনাথকে হত্যার ঘটনায় ডিসি ও এসপির সঙ্গে কথা বলেছি। আবারও বলব। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতেই হবে। রহস্য উদ্ঘাটন করতে হবে। তারা কারা, সমাজে তাদেরকে চিহ্নিত করে দিতে হবে। তারা কারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে, তাদের মুখোশ জাতির কাছে উন্মোচন করতে হবে।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি ফারুক হোসাইন নুরনবী, লক্ষ্মীপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিলন মন্ডল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন দেবনাথ, সাধারণ সম্পাদক শিমুল সাহা, বাজুস জেলা শাখার সভাপতি সমীর কর্মকার, সাধারণ সম্পাদক পরেশ কর্মকার ও নিহত হিরার ছেলে প্রিতম দেবনাথ প্রমুখ।

উল্লেখ্য, হিরালাল দেবনাথ সদর উপজেলার কাজীর দিঘির পাড় বাজারের মাতৃ শিল্পালয়ের মালিক। শুক্রবার রাতে তিনি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাইসাইকেলযোগে বাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তরা তার গতিরোধ করে বুকে ছুরিকাঘাত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী দোসর আমলাদের কাছে জিম্মি: আবু হানিফ
ঢাকার যানজট নিরসনে যুক্ত হচ্ছেন বিভিন্ন বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরাও
অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র
আবারও সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে কড়াকড়ি