• ঢাকা বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১
logo

‘এক বাপের বাচ্চা হয়ে থাকলে সরাইল-আশুগঞ্জ থেকেই নির্বাচন করব’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ নভেম্বর ২০২৪, ১৭:৪১
‘এক বাপের বাচ্চা হয়ে থাকলে সরাইল-আশুগঞ্জ থেকেই নির্বাচন করব’
ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকেই নির্বাচন করার ঘোষণা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিক-বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা।

শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় সরাইল উপজেলা সদরের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন তিনি।

রুমিন ফারহানা বলেন, আমি যদি এক বাপের বাচ্চা হয়ে থাকি, সরাইল-আশুগঞ্জ থেকেই আমি নির্বাচন করব ইনশাআল্লাহ। আমি বৃদ্ধ মাকে ঢাকার মাটিতে আল্লাহর জিম্মায় রেখে প্রতি সপ্তাতে দুই তিন দিন এই মাটিতে পড়ে থাকি তামাশা করার জন্য না। আমাকে বহিরাগত বলো। আমার বাবা এখান থেকে নির্বাচন করেছেন। আমি এখান থেকেই নির্বাচন করব।

প্রতিদ্বন্দ্বি প্রার্থী নুরুজ্জামান লস্কর তপুকে উদ্দেশ্য করে রুমিন ফারহানা বলেন, আমি নাকি থাকব না, আমি নাকি চলে যাব। ঢাকা শহরে অসুস্থ মাকে আল্লাহর জিম্মায় রেখে আমি প্রতি সপ্তাহে এই মাটিতে আসি ফাজলামো করতে না। কয়টা মামলা আছে তোমাদের বিরুদ্ধে। আমি একা আওয়ামী লীগের ৩০০ এমপির বিরুদ্ধে লড়াই করেছি। রাজ পথে রক্ত দিয়েছি। ১০১ জনের নাম প্রকাশ করতে পারো নাই। এখন তুমি নির্বাচন করবা। আরে আমার ঘরের কাজের লোক এবং আমার ড্রাইভারও নির্বাচন করতে চায়। আমি বলি, গণতন্ত্রের দেশ, নির্বাচন কর।’

সরাইল-আশুগঞ্জকে বিএনপির ঘাঁটি উল্লেখ করে তিনি বলেন, আমার হাতকে শক্তিশালী করুন। আমার হাতকে শক্তিশালী করা মানে খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করা, তারেক জিয়ার হাতকে শক্তিশালী করা, বিএনপির হাতকে শক্তিশালী করা।

কর্মীসভায় আরও বক্তব্য রাখেন সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইসমাইল হোসেন, সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার, সরাইল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি স্বপন মিয়া প্রমুখ।

উল্লেখ্য, রুমিন ফারহানা ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে আরও অন্তত চারজন প্রার্থী বিএনপির মনোনয়ন প্রত্যাশী। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন- সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপু, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ শামীম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা আহসান উদ্দিন খান শিপন ও কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তরুণ দে।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের হাতে কামড় দিয়ে পালালো যুবলীগ নেতা, ওসিসহ আহত ৭
যুবলীগ নেতাকে ছাড়াতে থানায় আসলেন বিএনপি নেতারা!
ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৪
কসবায় রাতের আঁধারে চলছিল পাহাড় কাটা, এরপর যা ঘটল