• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

সাভারে আগুনে পুড়ল মবিল কারখানা

সাভার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ নভেম্বর ২০২৪, ১৮:৩২
সাভারে আগুনে পুড়লো মবিল কারখানা
ছবি : আরটিভি

ঢাকার সাভারে এশিয়ান ওয়েল নামে একটি মবিল তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানায় ভেতরে থাকা আসবাপত্র ও মেশিন এবং তৈরি মবিল আগুনে পুড়ে গেছে।

রোববার (১০ নভেম্বর) দুপুরে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের জয়নাবাড়ি মহল্লায় ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসে জানায়, ১২টার দিকে এশিয়ান ওয়েল নামে ওই মবিল কারখানায় আগুন লাগে। পরে ১২টা ৫ মিনিটে সাভার ফায়ার সার্ভিসকে কারখানা কর্তৃপক্ষ আগুন লাগার বিষয়টি জানায়। এরপরে সাভার ফায়ার সার্ভিসের ২ ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়ার স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম বলেন, ‘১২টা ৫মিনিটে আমাদের কাছে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে আমাদের ফায়ার সার্ভিসের ২ ইউনিট ঘটনাস্থল যায়। পরে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় বেলা ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।’

তবে কিভাবে আগুনের সূত্রপাত ঘটে এবং ক্ষয়-ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধলেশ্বরী নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার 
সাভারে দুই চলন্ত গাড়িতে ডাকাতি, ৫ যাত্রীকে ছুরিকাঘাত-লক্ষাধিক টাকা লুট
স্বামীর ঋণের দায়ে ২ শিশুসহ স্ত্রী গ্রেপ্তার
সাভারে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশতাধিক