• ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১
logo

নোয়াখালী জেলা পরিষদের অপসারিত প্যানেল চেয়ারম্যান গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ নভেম্বর ২০২৪, ১৯:৩২
নোয়াখালী জেলা পরিষদের অপসারিত প্যানেল চেয়ারম্যান গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

নোয়াখালী জেলা পরিষদের অপসারিত প্যানেল চেয়ারম্যান ও সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহফুজুর রহমান ভিপি বাহারকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১০ নভেম্বর) দুপুরে সোনাইমুড়ী এক্সিম ব্যাংক থেকে তাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত বাহারকে নোয়াখালী কোর্টে প্রেরণ করা হয়। তাকে জেলার বেগমগঞ্জ উপজেলার মিরালিপুর গ্রামের আসিফ হত্যা মামলার আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তারকৃত মাহফুজুর রহমান ভিপি বাহার সোনাইমুড়ীর ভানুয়াই গ্রামের শুয়া মিয়ার ছেলে। তিনি নোয়াখালী জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম গ্রেপ্তারের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ভিপি বাহারকে গ্রেপ্তার করে নোয়াখালী আদালতে প্রেরণ করা হয়।

উল্লেখ্য, গত ৫ আগস্ট সোনাইমুড়ীতে গণঅভ্যুত্থানে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় মিরালিপুর গ্রামের আমির আলী মুন্সি বাড়ীর মোরশেদ আলমের ছেলে মো. আসিফ (২২)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৬ আগস্ট মৃত্যু তিনি বরণ করে। এ ঘটনায় গত ১৯ আগস্ট নিহতের বাবা মোরশেদ আলম বাদী হয়ে নোয়াখালী আদালতে ৩৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আড়াই হাজার ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলায় নোয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য এইচএম ইব্রাহিম ও নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের, সাধারণ সম্পাদক আফম বাবুল বাবু, চৌমুহনী পৌরসভার সাবেক মেয়র আখতার হোসেন ফয়সালকে আসামী করা হয়।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপির ৩ নেতাকে অব্যাহতি
সুবর্ণচরে ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
‘রোববার দেশের প্রতিটি পয়েন্ট ছাত্র-জনতার দখলে থাকবে’
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা কবির গ্রেপ্তার