• ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
logo

ভারতে পালানোর সময় আ.লীগ নেতা গ্রেপ্তার

আরটিভি নিউজ

  ১০ নভেম্বর ২০২৪, ২৩:৩৫
আওয়ামী লীগ নেতা
ছবি: সংগৃহীত

যশোরের বেনাপোল দিয়ে ভারতে পালানোর সময় আলফাজ উদ্দিন (৫৭) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১০ নভেম্বর) সন্ধ্যার দিকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আলফাজ উদ্দিন সাতক্ষীরার কলারোয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও একই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি। তিনি পৌরসভার গোপীনাথপুর গ্রামের এবাদত হোসেনের ছেলে। আলফাজ উদ্দিন সাতক্ষীরার সদর থানার একটি হত্যা মামলার আসামি। ২৫ সেপ্টেম্বর তার বিরুদ্ধে থানায় মামলা হয়।

এ বিষয়ে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া ও বেনাপোল আইসিপি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার ফরিদ উদ্দিন জানান, তাদের কাছে আগে থেকেই খবর ছিল সাতক্ষীরার কলারোয়া থানায় হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামি বেনাপোল দিয়ে ভারতে পালিয়ে যাবে। এমন খবরের ভিত্তিতে ইমিগ্রেশন এলাকায় নজরদারি বাড়ানো হয়। এ সময় ওই আসামি ইমিগ্রেশনের ডেস্কে তার পাসপোর্ট জমা দিতে গেলে তার গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আওয়ামী লীগের এ নেতা স্বীকার করেন যে, তিনি হত্যা মামলা এজাহারভুক্ত আসামি। পরে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়। তাকে সাতক্ষীরা সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানায় বেনাপোল পোর্ট থানা-পুলিশ।

আরটিভি/এফএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সীমান্তে ২ ভারতীয় নাগরিক আটক
যশোরের মাহফিলে যোগ দিতে মিজানুর রহমান আজহারীর আহ্বান
দেশের এক ইঞ্চি মাটি হাতছাড়া হতে দেবেন না, বিজিবিকে স্বরাষ্ট্র উপদেষ্টা
যশোরের অভয়নগরে ঘাট নিয়ে দ্বন্দ্ব, সাবেক কাউন্সিলর খুন