• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

গাজীপুরে প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আরটিভি নিউজ

  ১০ নভেম্বর ২০২৪, ২৩:৫৭
গাজীপুরে প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
ছবি : আরটিভি

গাজীপুরের ভারারুল বটতলা এলাকায় হযরত আলী (৩৮) নামে এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

রোববার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর সদর থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান।

নিহত হযরত আলী গাজীপুর মহানগরীর ভারারুল বটতলা এলাকার আজিম উদ্দিনের ছেলে। তার মরদেহ শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতের ভাতিজা জুনায়েদ হোসেন বলেন, আমার চাচা একজন ব্যবসায়ী। তিনি বাড়ির পাশেই মুদির ব্যবসা করেন নিজের জায়গায়। নিজের জমিতে স্থাপনা করতে চাইলে দুই মাস আগে স্থানীয় মাসুদ দেওয়ান ও তার সহযোগীরা চাঁদা দাবি করেন। এটি আমার চাচা দিতে অস্বীকার করেন। কাজ শুরু করলে মাসুদ দেওয়ান, আলীমসহ পাঁচ থেকে ছয়জন এসে মিস্ত্রির হাতে কোপ দিয়ে আহত করেন। এ ঘটনায় আমার চাচা থানায় তাদের নামে অভিযোগও দিয়েছেন। এরপর থেকে তারা চাচাকে কাফনের কাপড় কিনে রাখতে বলেন। এ ছাড়াও হত্যার হুমকি দেন।

তিনি বলেন, রোববার বিকেলে চাচা দোকানে বসা ছিল। এ সময় মাসুদ তার দলবল নিয়ে চাচার ওপর দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করেন ও দোকানের ক্যাশে হাত দিয়ে টাকা লুট করার চেষ্টা করেন। এ সময় চাচা তাদের বাধা দিলে তাকে চাকু দিয়ে আঘাত করা হয়। এতে ফুসফুস ও গলায় আঘাত লেগে দোকানের মধ্যেই তিনি পড়ে যান। পরে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ওসি মোহাম্মদ আরিফুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোনাবাড়িতে আগুনে পুড়ল কলোনির ৫৭ ঘর
গাজীপুরের বিশিষ্ট ব্যবসায়ী অহিদুল হক ভূঁইয়া আর নেই
জাহাজের ৭ জনকে ঘুমের ওষুধ খাইয়ে কুপিয়ে হত্যা: র‍্যাব
কাপ্তাইয়ে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা