• ঢাকা বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১
logo

ইয়াবাসহ শ্রমিক লীগের সভাপতি আটক 

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ নভেম্বর ২০২৪, ১২:১০

বরগুনার পাথরঘাটায় মাদক সেবনের সময় ইয়াবাসহ উপজেলা শ্রমিক লীগের সভাপতিসহ ২ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (১০ নভেম্বর) রাত সাড়ে ৮টার সময় পাথরঘাটা পৌরশহরের ৬ নম্বর ওয়ার্ডের বিএফডিসি-সংলগ্ন নিজ বাসা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, পাথরঘাটা উপজেলা আওয়ামী শ্রমিকলীগের সভাপতি ও সাবেক প্যানেল মেয়র এবং নুরুল আমিনের ছেলে মোস্তাফিজুর রহমান সোহেল (৪২), পাথরঘাটা সদর ইউনিয়নের ছৈলাতলা এলাকার আব্দুল কালাম কাজীর ছেলে ও সাবেক ইউপি সদস্য হেলাল কাজী (৪০)।

পুলিশ সূত্রে জানা গেছে, পাথরঘাটা থানা পুলিশের একটি টিম মাদকের বিরুদ্ধে অভিযানের সময় জানতে পারেন কিছু মাদক কারবারি একটি ঘরের মধ্যে মাদক বিকিকিনি করছেন। এ সময় আওয়ামী শ্রমিকলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান সোহেলের বাসায় তল্লাশি চালিয়ে ১৫ পিস ইয়াবা এবং মাদক সেবনের সরঞ্জামসহ মোস্তাফিজুর রহমান সোহেল এবং হেলাল কাজীকে আটক করা হয়।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পাথরঘাটা উপজেলার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও পাথরের উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান সোহেল এবং পাথরঘাটা সদর ইউনিয়নের ইউপি সদস্য হেলাল কাজী তার বাসায় ইয়াবা সেবন করছে। এমন সাংবাদের ভিত্তিতে তার বাসায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১৫ পিস ইয়াবা, ইয়াবার সেবনের সরঞ্জামাদিসহ তাদেরকে হাতে নাতে আটক করা হয়।

তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে মাদক, ধর্ষণ ও হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণের মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হবে বল জানান তিনি।

আরটিভি/এফআই/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নত চিকিৎসার দাবিতে শাহবাগে গণ-অভ্যুত্থানে আহতদের সড়ক অবরোধ
ইসরায়েলি বিমান হামলায় নিহত গাজার পুলিশ প্রধান 
সড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী যুবকের
চট্টগ্রামে ছাত্র-জনতার ওপর হামলা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার