• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

রায়গঞ্জে বিএনপির সাধারণ সম্পাদকসহ ৪ নেতাকে অব্যাহতি

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ নভেম্বর ২০২৪, ১৩:৫৬
ফাইল ছবি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আয়নুল হকসহ চার নেতাকে দল থেকে তিন মাসের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে। একই ঘটনায় আরও চারজনকে সতর্ক করেছে জেলা বিএনপি।

রোববার (১০ নভেম্বর) রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশের স্বাক্ষরিত চিঠিতে তাদেরকে অব্যাহতি দেওয়া ও সতর্ক করা হয়।

এতে বলা হয়েছে, জেলা আওয়ামী লীগের সহসভাপতি, ভোট ডাকাতি, জালিয়াতি ও সন্ত্রাসের মাধ্যমে নির্বাচিত চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান খানকে ইউনিয়ন পরিষদে অবৈধভাবে দায়িত্বভার গ্রহণে সহযোগিতা করার অভিযোগে গঠিত জেলা বিএনপির তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী রায়গঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আয়নুল হক, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু হানিফ খান, সাবেক সভাপতি হাফিজুর রহমান আকন্দ ও উপদেষ্টা কামরুল ইসলাম বাবলুকে দলের সব পদ থেকে তিন মাসের জন্য অব্যাহতি দেওয়া হলো।

একই ঘটনার তদন্তে অসহযোগিতার অভিযোগে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের ছেলে ও জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেলিন, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মমিন সরকার, সহসভাপতি খন্দকার শামিউল ইসলাম শামীম ও সাধারণ সম্পাদক আবু সামাকে তিরস্কারসহ ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।

এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এ তথ্য নিশ্চিত করে জানান, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের দোসর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান খানকে অবৈধভাবে পরিষদে দায়িত্বভার গ্রহণে সহযোগিতার বিষয়টি সন্দেহাতীতভাবে তদন্তে প্রমাণিত হওয়ায় চারজনকে তিন মাসের জন্য অব্যাহতি ও তদন্তে অসহযোগিতার অভিযোগে আরও চারজনকে সর্তক করা হয়েছে।

আরটিভি/এমএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রায়গঞ্জে বজ্রপাতে মারা গেল ৩ গরু
গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবলু গ্রেপ্তার