• ঢাকা শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১
logo

টেকনাফে কোটি টাকার আইস উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ নভেম্বর ২০২৪, ১৫:৩৪
ছবি : আরটিভি

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ২ কেজি ১২৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৪ হাজার ৭৪০ পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে টেকনাফ ২ ব্যাটালিয়ন (বিজিবি)।

সোমবার (১১ নভেম্বর) টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১০ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে টহলদল চৌধুরীপাড়া এলাকায় অবস্থানকালে একজন সন্দেহভাজন ব্যক্তিকে নাফ নদী পার হয়ে বাংলাদেশে ঢুকে পড়তে দেখে। বিজিবি টহলদল ধাওয়া দিলে ওই ব্যক্তি একটি ব্যাগ ফেলে অন্ধকারে নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যান।

পরবর্তীতে টহলদল তল্লাশি করে ফেলে যাওয়া ব্যাগের ভেতর থেকে ২ কেজি ১২৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করে।

অপরদিকে দমদমিয়া চেকপোস্টে টেকনাফ-কক্সবাজারগামী একটি (পালকি পরিবহন) বাসে তল্লাশিকালীন এক নারীযাত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় জিজ্ঞাসাবাদ করা হয়। ওই নারীর স্বীকারোক্তিতে তার হাতে থাকা ব্যাগের ভেতরে অভিনব পদ্ধতিতে লুকিয়ে রাখা ৪ হাজার ৭৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃত মহিলা টেকনাফ সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকার মৃত তৈয়ব গোলালের মেয়ে রায়লা বেগম (৫৫)। আটককৃত আসামিকে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরটিভি/এমএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে ওয়ানডে র‍্যাঙ্কিং থেকে সাকিবের নাম সরিয়ে নিয়েছে আইসিসি 
আইসিসির উচিত ভারত-পাকিস্তানের আয়োজক স্বত্ব বাতিল করা: রশিদ লতিফ
খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে করা আইসিটি মামলা বাতিল
সিংহাসন ফিরে পেলেন শাহিন, উন্নতি শান্ত-মিরাজ-মাহমুদউল্লাহর