গাইবান্ধায় লরিচাপায় মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু
গাইবান্ধার গোবিন্দগঞ্জে লরিচাপায় মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
সোমবার (১১ নভেম্বর) গোবিন্দগঞ্জ উপজেলার ঘোড়াঘাট-গোবিন্দগঞ্জ সড়কের সাহেবগঞ্জ বাগদা ফার্ম এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন।
নিহতরা হলেন উপজেলার দরবস্ত ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বাসিন্দা আব্বাস উদ্দিনের স্ত্রী ঝর্ণা বেগম ও ছেলে জিহাদ মিয়া এবং ভ্যানচালক আবদুল খালেক।
নিহত ঝর্ণা বেগমের ভাতিজা আসাদুজ্জামান এরশাদ বলেন, লরিচাপায় ঘটনাস্থলেই ঝর্ণা বেগমের মৃত্যু হয়। পরে হাসপাতালে জিহাদ ও আবদুল খালেকের মৃত্যু হয়।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন বলেন, চারজন যাত্রী নিয়ে ভ্যানটি গোবিন্দগঞ্জের দিকে আসছিল। সাহেবগঞ্জ বাগদা ফার্ম এলাকায় পৌঁছালে ভ্যানটির এক্সেল ভেঙে যায় এবং চালকসহ যাত্রীরা রাস্তার ওপর ছিটকে পড়েন। এ সময় ঘোড়াঘাটের দিকে যাওয়া একটি তেলের লরি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই ঝর্ণা বেগম মারা যান এবং বাকি চারজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। সেখানে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় জিহাদ মিয়া ও ভ্যান চালক আব্দুল খালেকের মৃত্যু হয়।
ওসি আরও বলেন, ঘাতক তেলবাহী লরিটি আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আরটিভি/এমকে-টি
মন্তব্য করুন