• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

সাভারে দেলোয়ার হত্যাকাণ্ডের মূলহোতা সোহেলকে গ্রেপ্তার

সাভার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ নভেম্বর ২০২৪, ১১:৪৫
সাভারে দেলোয়ার হত্যাকাণ্ডের মূলহোতা সোহেলকে গ্রেপ্তার
ছবি : আরটিভি

সাভারের উত্তর মেইটকা এলাকার চাঞ্চল্যকর শ্রমিক দেলোয়ার (১৯) হত্যাকাণ্ডের মূলহোতা সোহেলকে (২০) গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার রাতে র‍্যাব-৪ এর একটি আভিযানিক দল ডিএমপির হাজারীবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

সোমবার (১১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন সিপিসি-২, র‍্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান।

র‍্যাব-৪ জানায়, নিহত দেলোয়ার পেশায় একজন ভ্যানচালক। গত ৩১ অক্টোবর দুপুরে সাভারের ঝাউচর উত্তরপাড়া এলাকার স্বপনের কেমিক্যাল দোকানের পূর্বপাশে বালুর মাঠে পৌঁছালে পূর্বশত্রুতা ও নারীঘটিত বিষয় নিয়ে সোহেল তাকে মারধর করে। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হলেও ওইদিন বিকেলে দেলোয়ার বাসা থেকে কর্মস্থলের উদ্দেশে বের হয়ে আর ফিরেননি। চারদিন পর গত ৪ নভেম্বর তেঁতুলঝোড়া ইউনিয়নের উত্তর মেইটকা এলাকার এমবিএম ইট ভাটার উত্তর পাশ থেকে নিখোঁজ দেলোয়ারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা করলে ছায়াতদন্ত শুরু করে র‍্যাব-৪। এরই ধারাবাহিকতায় রোববার (১০ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের মূলহোতা সোহেলকে গ্রেপ্তার করে র‍্যাব।

র‌্যাব-৪ নবীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার জালিস মাহমুদ খান বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায় নারীঘটিত কারণে ভ্যানচালক দেলোয়ারকে হত্যা করার পরিকল্পনা করে সোহেল। সেই পরিকল্পনা অনুযায়ী দেলোয়ারকে বাসা থেকে ডেকে নিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে। পরে মৃত্যু নিশ্চিত করতে গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায় সে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিকে সাভার মডেল থানায় হস্তান্তর করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধলেশ্বরী নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার 
সাভারে দুই চলন্ত গাড়িতে ডাকাতি, ৫ যাত্রীকে ছুরিকাঘাত-লক্ষাধিক টাকা লুট
স্বামীর ঋণের দায়ে ২ শিশুসহ স্ত্রী গ্রেপ্তার
সাভারে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশতাধিক