পটুয়াখালীতে দাঁড়াশ ও পদ্ম গোখরা উদ্ধার
পটুয়াখালীর কলাপাড়ায় রোকনুজ্জামান নামের এক সাপুড়ের কাছ থেকে ৬ ফুট দৈর্ঘ্যের একটি দাঁড়াশ ও ৩ ফুট দৈর্ঘ্যর একটি পদ্ম গোখরা সাপ উদ্ধার করেছে এনিমেল লাভারস অব কলাপাড়ার সদস্যরা। সোমবার রাত ১০টার দিকে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে বন বিভাগের সহায়তায় সাপ দুটি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন এনিমেল লাভারস অব কলাপাড়ার টিম লিডার রাকায়েত আহসান।
এ সময় এনিমেল লাভারস অব কলাপাড়ার টিম লিডার রাকায়েত আহসান, সদস্য মাসুদ হাসান, আফফান, বন বিভাগের বনকর্মী রাম প্রসাদ বিশ্বাস ও সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন। সাপ দুটিকে বর্তমানে প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন সংগঠনটির সদস্যরা। পরে ওই সাপুড়ে আর সাপ ধরবে না মর্মে মুচলেকা দিলে তাকে ছেড়ে দেওয়া হয়।
এনিমেল লাভারস অব কলাপাড়ার টিম লিডার রাকায়েত আহসান বলেন, ‘দুটি সাপের মধ্যে দাঁড়াশ সাপটি নির্বিষ। এটি কৃষকদের ব্যাপক উপকারে আসে। আর পদ্ম গোখরা বিষধর সাপ।’
আরটিভি/এমকে-টি
মন্তব্য করুন