• ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১
logo

নিক্সন চৌধুরীসহ আ.লীগের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

আরটিভি নিউজ

  ১২ নভেম্বর ২০২৪, ১৫:৫৫
নিক্সন চৌধুরীসহ আ.লীগের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
ছবি : সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় ককটেল বিস্ফোরণের ঘটনায় ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীসহ আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার ভাঙ্গা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম বাদী হয়ে ভাঙ্গা থানায় বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ মামলাটি দায়ের করেন।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের শেখ।

মামলায় সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীসহ ৫৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৪০-৫০ জনকে।

জানা যায়, উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে রোববার রাত সাড়ে ৯টার দিকে ভাঙ্গা পৌরসভার মধ্যপাড়া হাসামদিয়া মহল্লায় এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত অবস্থায় একটি ককটেল উদ্ধার করে।
এ দিকে এ ককটেল বিস্ফোরণের ঘটনায় ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন নিয়ে গঠিত ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন, ফরিদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন, ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের আসামি করে মামলা করেছেন ভাঙ্গা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম ওরফে বিটু মুন্সী।

এ বিষয়ে ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের শেখ বলেন, রোববার রাতে ভাঙ্গা উপজেলা পরিষদের পাশের সড়কে ককটেল বিস্ফোরণের খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় বিস্ফোরকদ্রব্য আইনে ভাঙ্গা থানায় একটি মামলা করেছেন ভাঙ্গা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণতন্ত্রের মুখোশ পরে স্বৈরশাসক হিসেবে অবতীর্ণ হয়েছিল আ.লীগ: মঈন খান
নারায়ণগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
ওবায়দুল কাদের অবস্থান করছেন সন্দেহে বাড়ি তল্লাশি, অতঃপর...
ছাত্রলীগ-যুবলীগ ও আ.লীগের সঙ্গে খেলা হবে: হাসনাত