ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

নরসিংদীতে বাজার নিয়ন্ত্রণে ন্যায্যমূল্যের বাজার উদ্বোধন

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ , ০৫:০৭ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারের নির্দেশনায় নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে ন্যায্যমূল্যের বাজার উদ্বোধন করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে শহরের শিক্ষা চত্বর এলাকার পৌর পার্কে এই বাজার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। এ সময় জেলা প্রশাসক বাজারের বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং বাজার সম্প্রসারণের জন্য নির্দেশনা দেন।

বাজারে ৬৫০ টাকা কেজিতে গরুর মাংস, ১২০ টাকা ডজনে মুরগির ডিম বিক্রি হচ্ছে। এ ছাড়াও মাছ সাধারণ বাজারের তুলনায় প্রতি কেজি ১০ থেকে ২০ টাকা কম দামে বিক্রি হচ্ছে। শাক-সবজির মধ্যে লাউ প্রকারভেদে ৪০ থেকে ৬০ টাকা, ঢেঁড়স ৫০ থেকে ৬০ টাকা, বরবটি ৬০ টাকা, লালশাক ৪০ টাকা, টমেটো ৮০ থেকে ১০০ টাকা , শিম ৮০ থেকে ১২০ টাকা, বেগুন ৬০ থেকে ৮০ টাকা, পটল ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বিজ্ঞাপন

এদিকে নতুন এই বাজারে গরুর মাংস, মাছ ও ডিমসহ বিভিন্ন শাকসবজির ন্যায্যমূল্য পেয়ে খুশি সাধারণ মানুষ।

জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী জানান, সপ্তাহের প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর পার্কে বাজারটি চলমান থাকবে। এ ছাড়াও প্রতিটি উপজেলায় এ বাজার চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সময় জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা, প্রাণিসম্পদ অধিদপ্তরের উপ-পরিচালকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরটিভি/এমএ/এসএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |