• ঢাকা রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

বগুড়া কারাগারে আ.লীগ নেতার মৃত্যু 

বগুড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ নভেম্বর ২০২৪, ১৮:০৪
ফাইল ছবি

বগুড়ায় জেলা কারাগারে নাশকতার মামলায় গ্রেপ্তার শহিদুল ইসলাম রতন নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাত ২টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

শহিদুল ইসলাম রতন বগুড়া শহরের গোদারপাড়া দক্ষিণপাড়ার মৃত কলিম উদ্দিনের ছেলে এবং বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বিষয়টি নিশ্চিত করে বগুড়া জেলা কারাগার সুপার ( জেল সুপার) ফারুক আহমেদ জানান, শহিদুল ইসলাম রতন আগে থেকে অসুস্থ ছিলেন। তার ডায়াবেটিস, শ্বাসকষ্ট ও হার্টের সমস্যা ছিল। সম্প্রতি কারাগারের মেডিকেল ওয়ার্ডে রাখা হয়েছিল তাকে। গতকাল বিকেলেও নেবুলাইজার দেওয়া হয়েছিল। পরে রাত ২টার দিকে মারা যান তিনি।

ফারুক আহমেদ আরও জানান, শহিদুল ইসলাম রতন এক মাস আগে নাশকতার মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আসেন। আসার পর থেকে তিনি নিয়মিত চিকিৎসা পাচ্ছিলেন। সকালে তার মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরটিভি/ এমএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু
বন্ধুত্ব পাতিয়ে খাইয়ে দিতেন সায়ানাইড, ভয়ানক সেই সিরিয়াল কিলারের মৃত্যুদণ্ড 
অক্টোবরে সড়কে ঝরেছে ৪৭৫ প্রাণ
চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মাছ ব্যবসায়ীর মৃত্যু, আটক ১