• ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
logo

রাজশাহী পরিবহন সেক্টরে আ.লীগের দোসরদদের জায়গা নেই: হেলাল

রাজশাহী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ নভেম্বর ২০২৪, ১৯:৩১
ছবি: আরটিভি

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেছেন, আওয়ামী লীগ সরকারের পতন হলেও তাদের দোসররা এখনও সক্রিয়। বিভিন্ন সময়ে তারা রাজশাহী সড়ক পরিবহন গ্রুপে অনুপ্রবেশের চেষ্টা করে এই সেক্টরকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। তাদের এই ঘৃণ্য অপচেষ্টা কখনই সফল হতে দেবে না মালিক শ্রমিকেরা।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে রাজশাহী শিরোইল বাস টার্মিনাল এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও রাজশাহী সড়ক পরিবহন গ্রুপে আওয়ামী লীগের দোসরদের অনুপ্রবেশের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভায় তিনি এসব কথা বলেন।

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের নেতা হেলাল বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশ থেকে পালিয়ে গেলেও বিভিন্ন সেক্টরে তাদের লোক দিয়ে এখনও অস্থিতিশীল করার চেষ্টা করছে। যেমনটি তারা এখনও রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ নিয়ে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাদের এই চেষ্টা কখনোই সফল হতে দেওয়া যাবে না।

হেলাল আরও বলেন, আমরা এ সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে চাই। এজন্য ৪ ও ৫ আগস্ট যারা ছাত্র-জনতার উপর যারা হামলা চালিয়েছে সেই স্বৈরাচারের দোসরদের খুঁজে বের করে তাদেরকেও আইনের আওতায় আনার জোর দাবি জানায়।

এর আগে, নজরুল ইসলাম হেলালের নেতৃত্বে রাজশাহী শিরোইল বাস টার্মিনাল থেকে আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তার ও রাজশাহী সড়ক পরিবহন গ্রুপকে অস্থিতিশীল করার পায়তারা রুখতে একটি বিক্ষোভ মিছিল বের করে বাস মালিক শ্রমিকেরা। এতে বাস মালিক ও শ্রমিকরা অংশ নেয়।

এ সময় উপস্থিত ছিলেন মোয়াজ্জেম পারভেজ, মামুনুর রশিদ, মোস্তাফিজুর রহমান শাহিন, রাসেল আহমেদ, শরীফ আলী, জিল্লুর রহমান, অ্যাডভোকেট আশরাফসহ প্রমুখ।

আরটিভি/ এমএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আ.লীগ আমলে বঞ্চিত ৭৬৪ কর্মকর্তা পাবেন ভূতাপেক্ষ পদোন্নতি
আ.লীগ পুনর্বাসনকারীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলব: রাশেদ
‘আ.লীগ লুটপাট করে দেশের সবকিছু ফাঁকা করে দিয়ে গেছে’
বিচার না হওয়া পর্যন্ত আ.লীগকে নির্বাচনে আসতে দেবে না জনগণ: আখতার