বনদস্যু প্রধান আসাবুরসহ গ্রেপ্তার ২
সুন্দরবন-সংলগ্ন ঠাকুরবাড়ি ঘাট এলাকা থেকে দুটি একনলা বন্দুক ও চার রাউন্ড কার্তুজসহ ডাকাত আসাবুর ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোন (মোংলা) খুলনার দাকোপ উপজেলার ঠাকুরবাড়ি ঘাট-সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখান থেকে মোস্ট ওয়ান্টেড এবং দুর্ধর্ষ ডাকাত আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানা (৪২) ও তার সহযোগী মো. আলমগীর মীরকে (২৮) দুটি একনলা বন্দুক ও চার রাউন্ড কার্তুজসহ গ্রেপ্তার করা হয়। আসাবুর দীর্ঘদিন যাবৎ সুন্দরবন-সংলগ্ন এলাকা থেকে জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় এবং বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে জানা যায়। জব্দকৃত অস্ত্র ও গ্রেপ্তারকৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়।
খন্দকার মুনিফ তকি বলেন, গ্রেপ্তার হওয়া ডাকাতরা দাকোপের সুতারখালী গ্রামের বাসিন্দা। তাদের বিরুদ্ধে দাকোপ থানায় একটি অবৈধ অস্ত্র মামলা ও দুটি ডাকাতির মামলাসহ একাধিক মামলা রয়েছে।
আরটিভি/ এমএ
মন্তব্য করুন