• ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
logo

ছয় বছরের শিশুর সঙ্গে এ কেমন নির্মমতা

আরটিভি নিউজ

  ১২ নভেম্বর ২০২৪, ২১:৪৬
ফাইল ছবি

সৎ মায়ের বিরুদ্ধে ছয় বছরের শিশুর যৌনাঙ্গ ক্ষতবিক্ষত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের কালিহাতী থানা এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর শিশুটিকে প্রথমে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে ঢামেকের শিশু ওয়ার্ডে ভর্তি আছে সে।

শিশুটির বাবা রফিকুল ইসলাম বলেন, আমার প্রথম স্ত্রী চলে যাওয়ার পর সাত মাস আগে সুমাইয়া নামে আরেক নারীকে বিয়ে করি। ঘটনার দিন আমি আর আমার মা বোনকে দেখতে যাই। বাসায় আসার পর মেয়ে আমার মায়ের কাছে ঘটনাটি জানায়। সে জানায় তার সৎ মা যৌনাঙ্গে অনেক ব্যথা দিয়েছে। সেখান থেকে রক্ত বের হচ্ছে। কোনোভাবেই তার রক্তপাত বন্ধ হচ্ছিল না। আমরা সঙ্গে সঙ্গে তাকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাই। সেখান থেকে আমাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

তিনি আরও বলেন, কী কারণে এই ছোট্ট শিশুটির সঙ্গে এই কাজ করল সেটি আমি ভেবে পাচ্ছি না। এ ঘটনায় আমার বাবা বাদী হয়ে কালিহাতী থানায় একটি মামলা দায়ের করেছেন।

হাসপাতালে চিকিৎসাধীন শিশুটি বলে, আমি সন্ধ্যার সময় ঘুমিয়েছিলাম। তখন মা আমাকে অনেক ব্যথা দিয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, রক্তাক্ত অবস্থায় ছয় বছরের এক শিশুকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। বিষয়টি টাঙ্গাইলের কালিহাতী থানা পুলিশ অবগত আছে।

আরটিভি/একে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নত চিকিৎসার দাবিতে শাহবাগে গণ-অভ্যুত্থানে আহতদের সড়ক অবরোধ
ইসরায়েলি বিমান হামলায় নিহত গাজার পুলিশ প্রধান 
যুবদল নেতাকে কুপিয়ে গলাকেটে হত্যা, চিরকুট উদ্ধার
চিন্ময় দাসের জামিন নামঞ্জুর