• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ নভেম্বর ২০২৪, ২২:১৯
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয়।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত দিনভর উপজেলার সোনারামপুর ইউপির শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

টেঁটাবিদ্ধ আহতদের মধ্যে নরসিংদী বেসরকারি হাসপাতাল ও গুরুতর আহত একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের শান্তিপুর গ্রামে শিবু ও আজগর আলী গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকে সংঘর্ষ শুরু হয়। দুই গ্রুপের কয়েকশ দাঙ্গাবাজ টেঁটা, রামদা, ঢাল, সুরকি, ইট, পাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। তবে আহতদের নাম ও পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি।

এই ব্যাপারে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মোরশেদ আলম চৌধুরী জানান, আধিপত্য বিস্তার বিরোধকে কেন্দ্র করে সমস্যা হয়েছিল। তবে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

আরটিভি/এমএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হামলা হয়নি শ্যামলী পরিবহনে, দুর্ঘটনার কবলে পড়েছিল বাসটি
ছিনতাই করতে এসে নাটোরে আটক ব্রাহ্মণবাড়িয়ার ৫ নারী
যুবলীগ নেতার আবাসিক হোটেলে মিলল ঝুলন্ত মরদেহ
কসবায় ১২০ কেজি পলিথিন জব্দ, জরিমানা