• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

শ্রীপুরে সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ নভেম্বর ২০২৪, ২২:৩২
ফাইল ছবি

গাজীপুরের শ্রীপুরে খেলার সময়ে সেপটিক ট্যাংকে পড়ে আরিয়ান সরকার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার ফরিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত আরিয়ান সরকার উপজেলার তেলিহাটি ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার জয়নাল আবেদীন সরকারের ছোট ছেলে।

শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি ও স্থানীয় বাসিন্দা তাজুল ইসলাম সানি বলেন, আরিয়ান তার বাবা-মায়ের সঙ্গে গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামে বসবাস করতো। বিকেলে বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে প্রতিবেশীর ঢাকনা খোলা সেপটিক ট্যাংকে পড়ে যায়। সন্ধ্যা হয়ে গেলেও বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা খুঁজতে থাকেন। পরে সেপটিক ট্যাংকের পাশে স্যান্ডেল পড়ে থাকতে দেখে তল্লাশি করে মরদেহ পান। তার মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমেছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/এমএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চোর সন্দেহে খুঁটির সঙ্গে বেঁধে যুবককে নির্যাতন, ভিডিও ভাইরাল
শ্রীপুরে স্কুলের দেড়শ বছরের পুরনো গাছ বিক্রির অভিযোগ প্রভাবশালীদের বিরুদ্ধে
আপত্তিকর অবস্থায় পরকীয়া প্রেমিকের সঙ্গে স্ত্রী, অতঃপর...
চুরির অপবাদে মারধর, ক্ষত স্থানে ছিটানো হয় লবণ-মরিচের গুঁড়া