• ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১
logo

রংপুর বিভাগ থেকে উপদেষ্টা নেওয়ার দাবিতে বিক্ষোভ

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ নভেম্বর ২০২৪, ২৩:৩৯
ছবি : আরটিভি

আঞ্চলিক বৈষম্য নিরসনসহ দেশের উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা পরিষদে প্রতিনিধি রাখার দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড় শাখার সদস্যরা এই বিক্ষোভ সমাবেশ করেন। বিকেল চারটার দিকে পঞ্চগড় জজ কোর্টের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে পঞ্চগড় জেলা বাস মিনিবাস কোচ মালিক সমিতির সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে পঞ্চগড় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বী, মোকাদ্দেসুর রহমান সান, খোরশেদ মাহমুদ, মাহফুজার রহমান বক্তব্য রাখেন। এ সময় উত্তর অঞ্চলের আঞ্চলিক বৈষম্য নিরসনে ৩ দফা দাবি করা হয়।

আঞ্চলিক বৈষম্য দূরীকরণে উত্তরবঙ্গের ছাত্রজনতার ৩ দফা দাবিগুলো হলো–১. সুষম উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক নীতি প্রণয়নে উত্তরবঙ্গের দুই বিভাগ থেকে কমপক্ষে ২ জন করে ৪ জন উপদেষ্টা নিয়োগ করতে হবে। ২. সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে আমলা ও কর্মকর্তা নিয়োগে আঞ্চলিক বৈষম্য করা যাবে না। পলিসি প্রণয়নে উত্তরবঙ্গের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে পরামর্শ গ্রহণ করতে হবে। ৩. বিতর্কিত ও জুলাই বিপ্লব ধারণ করে না, এমন কোন উপদেষ্টাকে অরবর্তীকালীন সরকারে রাখা যাবে না। সেইসঙ্গে প্রত্যেক উপদেষ্টা মহোদয়কে তাদের কার্যক্রমের অগ্রগতি সাপ্তাহিকভাবে জনসম্মুখে প্রকাশ করতে হবে।

অতি দ্রুত নবনিযুক্ত উপদেষ্টা শেখ বশির উদ্দিন ভূঁইয়া ও মোস্তফা সারোয়ার ফারুকিকে উপদেষ্টা পদ থেকে বহিষ্কার করতে হবে এবং আমাদের উত্তর অঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগ দিতে হবে। যারা জুলাই বিপ্লবের বিপক্ষে অবস্থান করবে তাদের কোনোভাবেই উপদেষ্টা পদে রাখা যাবে না। অতি দ্রুত আমাদের তিন দফা দাবির বাস্তবায়ন করতে হবে।

আরটিভি/এমএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেসব জায়গা থেকে উপদেষ্টা নিয়োগের কথা বললেন নুর
উপদেষ্টাদের আশ্বাসে হাসপাতালে ফিরলেন আহতরা
জলবায়ু সংকটে চাই নতুন এক বৈশ্বিক অর্থনৈতিক কাঠামো: প্রধান উপদেষ্টা
আমাদের লড়াই চালিয়ে যেতে হবে: উপদেষ্টা আসিফ