কেরানীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা, যুবক নিহত
ঢাকার কেরানীগঞ্জ আব্দুল্লাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। ওই যুবকের নাম সালমান খান দিনার (২২)।
মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় মাওয়া রোডের আব্দুল্লাপুরে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জের হাসাড়া হাইওয়ে থানার ওসি মো. আব্দুল কাদের জিলানী।
নিহত দিনার আগে পড়ালেখা করলেও সম্প্রতি বেকার ছিলেন। ঘটনার পর দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি মুন্সীগঞ্জের হাসরা হাইওয়ে থানা পুলিশ তাদের হেফাজতে রেখেছে।
জানা যায়, গুরুতর আহত দিনারকে পথচারী ও বন্ধুরা উদ্ধার করে স্থানীয় হাসপাতাল শেষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) নিয়ে যাওয়ার পর চিকিৎসক রাত ৮টার দিকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, দিনাদের বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কান্দিপাড়া গ্রামে। বাবার নাম জামান খান। পরিবার নিয়ে পুরান ঢাকার আরসিন গেট এলাকায় থাকতেন। ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী দিনার। তবে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেননি তিনি।
স্বজনরা জানান, মঙ্গলবার বন্ধুদের সাথে মোটরসাইকেল নিয়ে মাওয়ায় ঘুরতে গিয়েছিলেন দিনার। সেখান থেকেই ঢাকায় ফেরার সময় দুর্ঘটনার শিকার হন। পরবর্তীতে লোক মারফত তার দুর্ঘটনার খবর শুনতে পেয়ে স্থানীয় হাসপাতাল থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মোটরসাইকেলটিতে একটি ট্রাক ধাক্কা দিয়েছে বলে শুনেছি। তবে তার সঙ্গে আর কয়জন ছিল তা এখনও জানা যায়নি।
এ বিষয়ে মুন্সীগঞ্জের হাসাড়া হাইওয়ে থানার ওসি মো. আব্দুল কাদের জিলানী বলেন, ‘সন্ধ্যা ৭টার দিকে খবর পাওয়া যায়, মাওয়া রোডের কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসের সামনে রাস্তায় একটি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি পাওয়া গেছে। তবে স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, আহত এক যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তীতে মোটরসাইকেলটি থানায় এনে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। যতটুকু জানা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটেছে।’
আরটিভি/এমকে
মন্তব্য করুন