• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

ভারত বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার (ঠাকুরগাঁও), আরটিভি নিউজ

  ১৩ নভেম্বর ২০২৪, ১২:৩৭
ভারত বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে: মির্জা ফখরুল
ছবি : আরটিভি

ফ্যাসিবাদের প্রধান ভারতে অবস্থান করছেন আর ভারত বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৩ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ অভিযোগ করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট মোকাবিলায় নির্বাচিত সংসদ অত্যন্ত জরুরি। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সব বিষয়ে সংস্কার না করার পরামর্শ দিয়ে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ ও নির্বাচন কমিশন সংস্কার করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে।

বর্তমান প্রেক্ষাপটে বিএনপি নেতারা সবকিছু নিয়ন্ত্রণ করছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, কোন কিছু নিয়ন্ত্রণ বা প্রশাসনের প্রতি চাপ প্রয়োগ না করতে সারাদেশের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে জেলা বিএনপির কার্যালয়ের নতুন টিনসেড ভবনের ভিত্তি স্থাপন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পরে জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে বর্ধিত সভায় যোগ দেন তিনি।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শৈশবের বন্ধুদের সঙ্গে আনন্দ-আড্ডায় মির্জা ফখরুল, শোনালেন আবৃত্তি
যারাই ফ্যাসিবাদের পক্ষে তরুণরা তাদেরই বিপক্ষে: হাসনাত
নির্বাচন যত বিলম্ব হচ্ছে, সংকট তত বাড়ছে: মির্জা ফখরুল
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক