• ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১
logo

এবার ৬ বাংলাদেশি মাঝিকে ট্রলারসহ অপহরণ করল আরাকান আর্মি

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ নভেম্বর ২০২৪, ১৩:১৯
এবার ৬ বাংলাদেশি মাঝিকে ট্রলারসহ অপহরণ করল আরাকান আর্মি
ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে দুটি ট্রলারসহ ছয়জন মাঝিকে অপহরণ করেছে মিয়ানমারের আরাকান আর্মি।

বুধবার (১৩ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটের ট্রলার মালিক সমিতির সভাপতি আবদুর রশিদ।

তিনি বলেন, টেকনাফের ঘাট থেকে ইট, বালি ও সিমেন্ট বোঝাই দুটি ট্রলার সোমবার বিকেলে ছয়জন মাঝি নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশে রওনা হয়। কিন্তু নাফ নদীতে জোয়ার ভাটার কারণে ট্রলার দুটি শাহপরীর দ্বীপে অবস্থান নেয়। এরপর মঙ্গলবার ট্রলার দুটি নাফ নদী হয়ে আবারও সেন্টমার্টিনের উদ্দেশে রওনা হয়। কিন্তু বুধবার পেরিয়ে গেলেও সেন্টমার্টিনে পৌঁছায়নি।

তিনি আরও বলেন, জানতে পেরেছি, ৬ মাঝিসহ দুটি ট্রলার মিয়ানমারের আরাকান আর্মি ধরে নিয়ে গেছে। বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে।

এ ব্যাপারে টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক মো. মহিউদ্দীন আহমেদ বলেন, ট্রলারসহ মাঝিমাল্লা ধরে নিয়ে যাওয়ার বিষয়টি জানা নেই। এ ছাড়াও কেউ অবহিতও করেনি।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রলারভর্তি ইলিশ নিয়ে ঘাটে ফিরেছেন জেলেরা
রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে নিহত এক
মহেশখালী থেকে বিলুপ্তপ্রায় ১২ হনুমান উদ্ধার
রামুতে ট্রেনে কাটা পড়ে ২ মোটরসাইকেল আরোহী নিহত