• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

ট্রাক্টরের ধাক্কায় মাদরাসাছাত্র নিহত, চালক আটক

আরটিভি নিউজ

  ১৩ নভেম্বর ২০২৪, ১৪:৩২
ট্রাক্টরের ধাক্কায় মাদরাসাছাত্র নিহত, চালক আটক
ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় আব্দুলাহ আল ওসমান (১৩) নামে এক মাদরাসাছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাক্টরের চালককে আটক করেছে পুলিশ।

বুধবার (১৩ নভেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বিদিরপুর এলাকায় এ দুঘর্টনা ঘটে।

নিহত আব্দুল্লাহ আল ওসমান চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মিল্কিপাড়া এলাকার উজ্জ্বল আলীর ছেলে এবং বিদিরপুরস্থ আলোর দিশারী মডেল মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্র।

এ ঘটনায় আটক ট্রাক্টর চালকের নাম ও ঠিকানা তাৎক্ষণিক জানায়নি চাঁপাইনববাগঞ্জ সদর থানা পুলিশ।

স্থানীয়রা জানান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বিদিরপুর এলাকায় আঞ্চলিক সড়কে বালু বোঝাই ট্রাক্টর পিছন থেকে বাইসাইকেল আরোহী আব্দুল্লাহ আল ওসমানকে ধাক্কা দেয়। এতে ভিকটিম আবদুলাহ আল ওসমান রাস্তায় পড়ে গিয়ে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ট্রাক্টর চালককে আটক করে রাখেন।

খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ও ট্রাক্টর চালককে পুলিশ হেফাজতে নেয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি এসএম জাকারিয়া বলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বিদিপুর এলাকায় ট্রাক্টরের ধাক্কায় আব্দুল্লাহ আল ওসমান নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাক্টর চালককে আটক করা হয়েছে। উক্ত ঘটনায় এলাকায় কিছুটা থমথমে অবস্থা বিরাজ করলেও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক আছে।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিমানবন্দরে বিজিবির সাবেক মহাপরিচালক আটক
চাঁপাইনবাবগঞ্জে দুজনকে কুপিয়ে হত্যা, ২ আসামি রিমান্ডে
চাঁপাইনবাবগঞ্জে বিজয় দিবসের অনুষ্ঠানে ছুরিকাঘাতে হতাহত ৬ কিশোর
বুড়িমারী স্থলবন্দরে অবৈধ মালামালসহ ভারতীয় ট্রাকচালক আটক