• ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১
logo

শৈলকুপায় মেছোবাঘকে পিটিয়ে হত্যা

আরটিভি নিউজ

  ১৩ নভেম্বর ২০২৪, ১৫:১০
শৈলকুপায় মেছোবাঘকে পিটিয়ে হত্যা
ছবি : সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপায় একটি মেছোবাঘকে পিটিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ৩টায় উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের খন্দকবাড়ীয়া গ্রামের পূর্ব-উত্তরপাড়ায় মেছোবাঘটিকে পিটিয়ে হত্যা করে গ্রামবাসী।।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা, প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা তন্ময় আচার্য্য।

স্থানীয়রা জানান, সোমবার রাতে গ্রামের কালু নামের এক কৃষকের গোয়ালে ঢুকে মেছোবাঘ দুটি ছাগল মেরে ফেলে। মঙ্গলবার রাতে তার বাড়িতে আবারও এসে মুরগির খোঁয়াড়ে ঢুকে পড়ে মেছোবাঘ। বাড়ির লোকজন টের পেয়ে ধাওয়া করলে ঘরের পাশে জালে আটকা পড়ে বাঘটি। পরে গ্রামবাসী বন্যপ্রাণীটিকে পিটিয়ে হত্যা করে।

এ বিষয়ে বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা তন্ময় আচার্য্য বলেন, ‘যেহেতু বাঘটিকে পিটিয়ে হত্যা করা হয়েছে এখন তো কিছু করার নেই। জীবিত থাকলে আমরা উদ্ধার করতে পারতাম।’

এ সময় বন্যপ্রাণী হত্যা না করার জন্য গ্রামবাসীকে অনুরোধ জানান এ কর্মকর্তা।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই তরুণীর অনশন
ঝিনাইদহে প্রয়াত সংসদ সদস্য বেল্টুর জন্য দোয়া ও আলোচনা সভা
ঝিনাইদহ সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৩১ জন আটক
টিকা নেওয়ার সময় অসুস্থ ৪০ মাদরাসা ছাত্রী