• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

জামালপুরের সেই যুবদল নেতাকে শোকজ

জামালপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ নভেম্বর ২০২৪, ১৫:৩৫
জামালপুরের সেই যুবদল নেতাকে শোকজ
ছবি : সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মাহবুবুর আলম লাভলুর সঙ্গে উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান জহুরা বেগমের একটি ফোনালাপ সম্প্রতি ফাঁস হয়েছে। ফোনালাপে মামলার চার্জশিট থেকে নাম কেটে দিতে যুব মহিলা লীগ নেত্রীকে দেখা করতে বলেন লাভলু। এ ঘটনায় যুবদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।

বুধবার (১৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর যুবদলের আহ্বায়ক সজিব খান।

এর আগে ১০ নভেম্বর যুবদল নেতা ফোনালাপের বিষয়টি প্রকাশ হয় গণমাধ্যমে। এরপরই কেন্দ্রীয় যুবদল নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া কারণ দর্শানোর নোটিশ দেন।

এতে বলা হয়, ‘আপনি বকশীগঞ্জ যুবদলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব থেকেও নিয়মবহির্ভূত কার্যক্রম পরিচালনা করছেন বলে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দৃষ্টিগোচর হয়েছে। এমতাবস্থায় সংগঠনবিরোধী এমন কর্মকাণ্ডের জন্য আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা ২২ নভেম্বরের মধ্যে কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মনোয়ার মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সামনে লিখিত কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হলো।’

কারণ দর্শানোর নোটিশের বিষয়ে জানতে মাহবুবুর আলম লাভলুর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

জামালপুর জেলা যুবদলের আহ্বায়ক সজিব খান বলেন, ‘আমরা কল রেকর্ডটি শুনেছি এবং কেন্দ্রীয় নেতাদের দৃষ্টিগোচর হয়েছে। তারা যা ভালো মনে করেছেন সেভাবে ব্যবস্থা নিয়েছেন। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে এমন কাজ করার কারও কোনও সুযোগ নেই।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুমিল্লা থেকে অপহৃত ছেলেশিশু জামালপুরে উদ্ধার
জামালপুরের মাদারগঞ্জে জামাই মেলায় মানুষের ঢল
জামালপুরে সাংবাদিকদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় 
যুবদল নেতা শামীম হত্যা মামলা: আ.লীগের রোকেয়া-মোস্তফা রিমান্ডে