• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

শেরপুরে পিকআপ-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

শেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ নভেম্বর ২০২৪, ১৫:৪৪
শেরপুরে পিকআপ-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩
ছবি : সংগৃহীত

শেরপুরের নকলায় পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আর চারজন আহত হয়েছেন।

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে শেরপুর-ঢাকা মহাসড়কের পাইসকায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নকলা থানার ওসি হাবিবুর রহমান।

নিহতরা হলেন নেত্রকোণার পূর্বধরা উপজেলার তোফাজ্জল হোসেনের ছেলে তায়েবা (১০), শেরপুর সদর উপজেলার পলাশিয়া এলাকার সুলতান মিয়ার ছেলে তাজেন মিয়া (১৫) ও সুলতান মিয়ার মেয়ে সুবিনা বেগম (২০)।

জানা যায়, দুপুরে সিএনজিচালিত একটি অটোরিকশা নকলা থেকে ময়মনসিংহের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজে রেফার্ড করেন। পরে ময়মনসিংহ নেওয়ার পর সুবিনা বেগমের (২০) মৃত্যু হয়।

নকলা থানার ওসি হাবিবুর রহমান বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোগাই নদীতে ডুবে প্রাণ গেল ২ শিক্ষার্থীর 
সাংবাদিক হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার দস্তগীর গ্রেপ্তার
শেরপুরে মাদক বিক্রির অভিযোগে ছাত্রদল নেতাকে অব্যাহতি
জিআই স্বীকৃতি পেল শেরপুরের ছানার পায়েস