• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

মাকে খুঁজছে ১৭ মাসের শিশু তাসনেহা

আখাউড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ নভেম্বর ২০২৪, ১৬:০৮
মাকে খুঁজছে ১৭ মাসের শিশু তাসনেহা
ছবি : আরটিভি

‘বন্যরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে’ গুণীজন সঞ্জিব চট্টোপাধ্যায়ের এ উক্তিটিই সত্য। ১০ দিন ধরে ১৭ মাসের অবুঝ শিশু তাসনেহা তার মাকে খুঁজে পাচ্ছে না। প্রতিনিয়ত তার মায়ের কোল খুঁজছে। এ বাড়ি ও বাড়ি ঘুরে ঘুরে মায়ের কোল খুঁজে ফিরছে অসহায় নিষ্পাপ শিশুটি। অবুঝ শিশুর কান্নায় আকাশ-বাতাস ভারি হয়ে উঠেছে। কান্না থামাতে কোলে নিয়ে ঘুরছেন পাশের প্রতিবেশীরা। কিছুতেই কান্না থামাতে পারছেন না। কখনো বাবা আবার কখনো অন্য স্বজনের কোলে ঠাঁই হচ্ছে তার। তবে কারও কোলে গিয়েই অবুঝ শিশুটির কান্না থামছে না। তার চোখ দুটি যেন খুঁজে ফিরছে মাকে। কিন্তু কোথাও নেই তার মা।

হাসপাতালে ওষুধ আনতে গিয়ে ১০দিন ধরে নিখোঁজ রয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার রাধানগর এলাকার আপু মিয়ার স্ত্রী সুমাইয়া আক্তার (৩০)। গত রোববার থেকে তার স্ত্রী নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় আখাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তার স্বামী অপু মিয়া।

স্থানীয় প্রতিবেশীরা জানান, মা হারানোর পর থেকেই তার দুটি সন্তান প্রচুর কান্নাকাটি করছে। শুধু মায়ের জন্য ‘আম্মা আম্মা’ বলে ডাকে, কিন্তু মাকে তো আর পায় না। বিশেষ করে ১৭ মাস বয়সী শিশুটির কান্না কেউ থামাতে পারেনি। বুকের দুধ এখনও ছাড়েনি শিশুটি। কীভাবে এই শিশুটিকে তার বাবা রাখবে এটা এখন চিন্তার বিষয়। মায়ের ছবি দেখে কিছুটা শান্ত থাকার পর আবার কান্নাকাটি শুরু করে এ অবুঝ শিশুটি।

নিখোঁজের স্বামী অপু মিয়া জানান, ওষুধ আনতে গিয়ে নিখোঁজ হয়েছে আমার স্ত্রী। এখন কোথায় আছে, কি করছে কিছুই জানি না। আমার দুটি মেয়েসন্তান রয়েছে। তায়েবার বয়স ৯ বছর। ১৭ মাস বয়সী অবুঝ শিশু তাসনেহা তার মায়ের কোল খুঁজছে কিন্তু পায় না। মায়ের বুকের দুধ ছাড়া মেয়েটি একটু সময়ের জন্যও থাকতে পারেনি সেই অবুঝ শিশুটি আজকে ১০ দিন ধরে কষ্ট করছে। বিভিন্ন আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েও সন্ধান মেলেনি।

কেউ সন্ধান পেলে ০১৬৮৯৯১৭৯২৩ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, ‘পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ দেওয়া হয়েছে। আমরা তার সন্ধানের জন্য কার্যক্রম চালাচ্ছি।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গর্তে ঢুকিয়ে নারীকে পুড়িয়ে হত্যার ঘটনায় নতুন মোড়
নারীকে গর্তে ঢুকিয়ে পুড়িয়ে হত্যার কারণ জানা গেল
গর্তে ঢুকিয়ে নারীকে পুড়িয়ে হত্যা, পরিচয় শনাক্ত
আখাউড়ায় নারীকে পুড়িয়ে হত্যা, যুবক গ্রেপ্তার