• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

যশোরে বাঁশবাগানে মিলল শিশুর মরদেহ, আটক ১

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ নভেম্বর ২০২৪, ১৬:১৬
বাঁশবাগানে মিলল শিশুর মরদেহ
ছবি : সংগৃহীত

যশোরের ঝিকরগাছায় স্বর্ণের কানের দুলের জন্য সাদিয়া খাতুন (৭) নামে এক শিশুকে হত্যা করেছে মাদকাসক্ত এক নারী। চম্পা খাতুন নামে ওই নারীকে আটক করেছে পুলিশ। নিহত সাদিয়া হাজিরবাগ ইউনিয়নের মাটিকোমরা গ্রামের দক্ষিণপাড়ার বাবলুর রহমানের মেয়ে।

বুধবার (১৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান।

মৃত সাদিয়া ওই গ্রামের বাবু হোসেনের মেয়ে। বুধবার ময়নাতদন্তের জন্য তার মরদেহ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রতিবেশীরা জানান, ঘটনার দিন বেলা ১১টার দিকে বাড়ি থেকে বের হয় সাদিয়া। সারাদিন খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে রাত ১১টার দিকে স্থানীয়রা তার বাড়ির পাশে একটি বাঁশবাগানে মরদেহ দেখতে পান। এ সময় তারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিস ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান বলেন, সাদিয়া নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল আমরা পরিদর্শন করেছি।

তিনি আরও বলেন, স্বর্ণের কানের দুলের লোভে প্রতিবেশী ফুপু চম্পা বেগম এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে নিহতের পরিবারের ধারণা‌। সকালে ডিবি পুলিশ যশোর পৌরশহরের দড়াটানা ভৈরব চত্বর থেকে চম্পাকে আটক করা হয়। চম্পা ওই গ্রামের আনিছুর রহমানের মেয়ে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরটিভি/এমকে/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোহিঙ্গা ক্যাম্পে আগুন, ২ শিশুর মরদেহ উদ্ধার
যশোরে ছুরিকাঘাতে যুবক খুন
চাঁদপুরে জাহাজ থেকে ৫ জনের মরদেহ উদ্ধার
কর্ণফুলীতে যুবকের মরদেহ উদ্ধার