• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

শরীয়তপুরের পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলন, আটক ১৭

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ নভেম্বর ২০২৪, ১৭:৪৫
ফাইল ছবি।

শরীয়তপুরে নড়িয়া উপজেলায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চারটি বাল্কহেডসহ ১৭ জনকে আটক করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১৩ নভেম্বর) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্কহেডের মালিক চার প্রতিষ্ঠানকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পারভেজ। এ সময় বাল্কহেডের মালিক আল আরাফ, আল কাফ, মোতালেব, এম বি জামানকে পাঁচ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে জব্দ করা বাল্কহেডগুলো অকশনে বিক্রি করে জরিমানার টাকা আদায় করা হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

গতকাল মঙ্গলবার দিনগত রাত ১০টা থেকে আজ বুধবার ভোর ৬টা পর্যন্ত পদ্মা নদীতে থানা ও নৌপুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য, সহকারী কমিশনার (ভূমি) মো. পারভেজ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আসলাম উদ্দিন মোল্লা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ বলেন, পদ্মা নদী থেকে অবৈধভাবে কেউ যাতে বালু উত্তোলন করতে না পারে সেই লক্ষ্যে এই অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশায় শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ
অবৈধভাবে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা
শরীয়তপুরে ঋণের দায়ে গরু ব্যবসায়ীর আত্মহত্যা