• ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১
logo

ভূমিহীনদের জমি বুঝিয়ে না দিলে আন্দোলনের হুঁশিয়ারি 

হাতিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ নভেম্বর ২০২৪, ২২:০২
ছবি : আরটিভি

বন্দোবস্ত প্রাপ্ত ভূমিহীন কৃষকদের জমি বুঝিয়ে না দিলে কঠিন আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ভূমিহীন ও কৃষক নেতারা। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বন্দোবস্ত প্রাপ্ত ভূমি বুঝে পাওয়ার লক্ষ্যে কৃষক সমাবেশে এ হুঁশিয়ারি দেন তারা।

বুধবার (১৩ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই বন্দোবস্তকারী ভূমিহীন কৃষক সমাবেশে অনুষ্ঠিত হয়।

হাতিয়া ভূমিহীন কৃষক সমিতির সভাপতি মাঈনউদ্দিন লেলিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবুল কালাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অ্যাড. ফজলে আজিম তুহিন, গোলাম সারওয়ার, মো. শাহাজান, মো. আব্দুল হান্নানসহ আরও অনেকে।

প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবুল কালাম বলেন, স্থানীয় কিছু প্রভাবশালী নেতাকর্মীদের কারণে ভূমিহীনগণ তাদের বন্দোবস্তকৃত জমি চাষাবাদ করতে পারেনি। ভূমিহীনদের বন্দোবস্তকৃত জমিগুলো বুঝিয়ে দেওয়া এখন সময়ের দাবি।

বক্তাগণ তাদের বক্তব্যের মাঝে তাদের দাবি গুলো তুলে ধরে বলেন, আমরা আজ দীর্ঘ কয়েক বছর যাবত এই নথী বন্দোবস্ত নিয়েছি। আমরা আমাদের সকল নথীর কাগজপত্র সংগ্রহ করে রেখেছি, কয়েকবার উপজেলা নির্বাহী অফিসার এবং এসিল্যান্ড বরাবর স্বারক লিপি জমা দিয়েছি যাতে আমাদের সকল ভূমিহীনদের বন্দোবস্তকৃত জমি গুলো তাড়াতাড়ি মাঠ জরিপ করে প্রতিটা ভূমিহীনদের বুঝিয়ে দেন। কিন্তু তারা আমাদের এই নথীর জমিগুলো বুঝিয়ে দিবে বলে ফাঁকিবাজি শুরু করে দিয়েছে। আজ কয়েক বছর আমরা জমিতে গিয়ে ফসল চাষাবাদ করতে পারি না। তারা আমাদের জমি বুঝিয়ে দিচ্ছে না।

তারা আরও বলেন, আজ আমরা আবারও বলছি যদি আমাদের জমিগুলো অতি তাড়াতাড়ি বুঝিয়ে দেন। না হলে আমরা কঠোর আন্দোলন করবো। তখন কেউ পালাইবার পথ খোঁজে পাবেন না। তাই আমাদের জমিগুলো অতি তাড়াতাড়ি মাঠ জরিপ করে প্রতিটি ভূমিহীনদের বুঝিয়ে দেয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসার এবং এসিল্যান্ড এর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।

সমাবেশ উপলক্ষে হাতিয়ায় বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার ভূমিহীন কৃষকরা উপস্থিত হয়।

আরটিভি/এএএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাতিয়ায় নানা অভিযোগে বিএনপির তিন নেতাকে শোকজ
হাতিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির জনসভা
মধ্যরাতে উঠছে নিষেধাজ্ঞা, ইলিশ ধরতে প্রস্তুত জেলেরা
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই ট্রলারসহ ৩৬ জেলে আটক