দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপির ৩ নেতাকে অব্যাহতি
নোয়াখালীর হাতিয়ায় দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপির তিন নেতাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা হলেন, হাতিয়া উপজেলা বিএনপির সহসভাপতি মোছলেহ উদ্দিন নিজাম চৌধুরী, যুগ্ম-সম্পাদক মো. আলমগীর কবির ও আকরাম উদ্দিন রনি।
বুধবার (১৩ নভেম্বর) বিকেলে জেলা বিএনপির দপ্তর সম্পাদক ওমর ফারুক টপির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে ৯ নভেম্বর আপনাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছিল। পরে ১১ নভেম্বর আপনি নোটিশের জবাব দিয়েছেন। জবাব গ্রহণযোগ্য না হওয়ায় আপনাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
এর আগে হাতিয়া উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মো. আলমগীর কবিরের বিরুদ্ধে ভূমি দখল, ঘাট বাণিজ্য, অবৈধভাবে অন্যের ব্যবসা প্রতিষ্ঠান দখলসহ নিরীহ সাধারণ মানুষ থেকে চাঁদা আদায়ের অভিযোগে কয়েকটি জাতীয় এবং স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।
এই বিষয়ে গত ১৬ সেপ্টেম্বর দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে এ কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। পরে তিনি জেলা বিএনপির কাছে উপস্থিত হয়ে নিঃশর্ত ক্ষমা চান এবং ভবিষ্যতে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এ ধরনের কোনো কাজে জড়িত না হওয়ার অঙ্গীকার করেন। কিন্তু পুনরায় একই অপরাধে অভিযুক্ত হওয়ায় তাকে প্রথমে কারণ দর্শানো নোটিশ ও পরে অব্যাহতি দেওয়া হয়।
এই বিষয়ে নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান বলেন, নির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে তাদেরকে প্রাথমিকভাবে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাদের লিখিত জবাব সন্তোষজনক না হওয়ায় অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ যারা সাধারণ মানুষের আস্থা এবং দলের ভাবমূর্তি নষ্ট করবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।
আরটিভি/এফএ/এসএ
মন্তব্য করুন