• ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১
logo

চাকরি ছাড়লেন আবু সাঈদের দুই ভাই

আরটিভি নিউজ

  ১৪ নভেম্বর ২০২৪, ০০:৩৭
ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদের দুই ভাই রমজান আলী ও আবু হোসেন বসুন্ধরা গ্রুপের চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন।

বুধবার (১৩ নভেম্বর) রাতে তারা চাকরি ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন।

আবু হোসেন বলেন, ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে কর্মস্থলে উপস্থিত হতে পারছি না। তাই কাজ ছাড়া বেতন নিয়ে আবু সাঈদের আত্মত্যাগের মহিমাকে প্রশ্নবিদ্ধ করতে চাই না।

তিনি আরও বলেন, ৮ নভেম্বর বসুন্ধরা গ্রুপের ই-মেইলে অব্যাহতিপত্র পাঠানোর পর ১০ নভেম্বর কর্তৃপক্ষের হোয়াটসঅ্যাপ গ্রুপেও তা পাঠিয়েছি। এ ছাড়া মঙ্গলবার (১২ নভেম্বর) রেজিস্ট্রি করেও পদত্যাগপত্র পাঠানো হয়েছে।

একই কথা বলেন রমজান আলীও। তার ভাষ্য, ৮ নভেম্বর বসুন্ধরা গ্রুপের ই-মেইলে পদত্যাগপত্র পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ প্রতিদিনের রংপুরের নিজস্ব প্রতিবেদক নজরুল মৃধা গণমাধ্যমকে বলেন, আবু সাঈদের ভাই রমজান আলীকে বাংলাদেশ প্রতিদিনের রংপুর ব্যুরো অফিসের জ্যেষ্ঠ নির্বাহী হিসেবে নিয়োগ দিয়েছিল বসুন্ধরা গ্রুপ। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন।

অন্যদিকে টিভি চ্যানেল নিউজ-২৪ এর রংপুর ব্যুরো অফিস সূত্রে জানা গেছে, নিয়োগ পাওয়ার পর দুদিন অফিস করেছেন আবু হোসেন। তবে চাকরি থেকে অব্যাহতির বিষয়টি কেউ নিশ্চিত করেননি।

এর আগে, গত ৯ অক্টোবর আবু সাঈদের ভাই রমজান আলীকে বাংলাদেশ প্রতিদিনের রংপুর ব্যুরো অফিসের জ্যেষ্ঠ নির্বাহী এবং আরেক ভাই আবু হোসেনকে টিভি চ্যানেল নিউজ-২৪ এর রংপুর ব্যুরো অফিসের জ্যেষ্ঠ নির্বাহীর পদে নিয়োগ দেয় বসুন্ধরা গ্রুপ।

এদিন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পক্ষে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের নির্বাহী পরিচালক মো. ইয়াসিন হোসেন পাভেল পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাঈদের গ্রামের বাড়িতে যান। সেখানে আবু সাঈদের দুই ভাই আবু হোসেন ও রমজান আলীর হাতে তিনি নিয়োগপত্র তুলে দেন।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু সাঈদ।

আরটিভি/আইএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এইচএমপি ভাইরাস নিয়ে বিমানবন্দরগুলোকে বিশেষ নির্দেশনা
২৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ আবু সাঈদের পরিবারের 
হিলি চেকপোস্টে এইএমপি ভাইরাস প্রতিরোধে বাড়তি সতর্কতা
নতুন এইচএমপি ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সতর্কতা