বিএনপির সমাবেশে নেতাকর্মীদের নগদ টাকা ও মোবাইল চুরি
চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় সিপাহী বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল জনসমাবেশের আয়োজন করা হয়েছিল। সমাবেশের সভাস্থলের প্রবেশ পথে শত শত লোকের ভিড়ে সুযোগ বুঝে নেতাকর্মীদের পকেটে থাকা মোবাইল, মানিব্যাগ ও নগদ টাকা হাতিয়ে নেয় চোরের দল।
বুধবার (১৩ নভেম্বর) বিকেল ৩টায় মিরসরাই উপজেলা বিএনপির জনসমাবেশে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী বিএনপি নেতা ১নং করেরহাট ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক বাবলু বলেন, সমাবেশে আসার গাড়িভাড়া ও আনুষঙ্গিক খরচের জন্য ৫০ হাজার টাকা পকেটে রেখেছিলাম। মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশের সময় চাপাচাপির মধ্যে পকেটের ৫০ হাজার টাকা চুরি হয়ে গেছে। পরে এক সহকর্মীর কাছ থেকে ১ হাজার টাকা ধার নিয়ে বাড়ি ফিরতে হয়েছে।
করেরহাট ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ইয়াছিন মিজান বলেন, পকেটে ১১ হাজার টাকা ছিল। মিছিল শেষে দেখিনি। আরেক নেতা জানান তার আইফোনটি খোয়া গেছে সমাবেশের স্থান থেকে।
এ ছাড়া সমাবেশ ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মিরসরাইয়ের স্থানীয়রা জানান, মিরসরাইয়ের ইতিহাসে কোনো রাজনৈতিক দলের সমাবেশে এত বিশাল জনসমাগম হয়নি।
আরটিভি/এফআই-টি
মন্তব্য করুন