• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

এক্সরে করে পেট থেকে ৮ স্বর্ণের বার উদ্ধার

আরটিভি নিউজ

  ১৪ নভেম্বর ২০২৪, ১২:৪২
স্বর্ণ
ছবি: সংগৃহীত

খুলনায় এক্স-রে করে পেটের ভেতর থেকে পাওয়া ৮ পিস স্বর্ণের বারসহ আব্দুল আওয়াল (৩৬) নামে এক যুবককে আটক করা হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) মধ্যরাতে নগরীর সাচিবুনিয়া এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। আব্দুল আওয়াল কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার ভদরপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।

লবণচরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে স্বর্ণের একটি চালান ঢাকা থেকে খুলনা হয়ে সাতক্ষীরা সীমান্তে যাবে। এমন সংবাদের ভিত্তিতে লবণচরাধীন সাচিবুনিয়া মোড় এলাকার সেফা মেডিকেলের সামনে চেকপোস্ট বসানো হয়। এ সময় ঢাকা থেকে সাতক্ষীরাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে আবদুল আওয়ালকে আটক করা হয়।

তিনি বলেন, প্রথমে থানায় নিয়ে তার দেহ তল্লাশি করে কিছু পাওয়া যায়নি। পরে নগরীর একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে এক্স-রে করে তার পেটের মধ্যে স্বর্ণের বার দেখা যায়। পরে থানায় নেওয়ার পর তিনি বিশেষ পদ্ধতিতে পরপর ৮টি স্বর্ণের বার বের করে দেন।

আরটিভি/এফএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদাবাজি করতে আসলে খুঁটির সঙ্গে বেঁধে পুলিশে দিন: হাসনাত আবদুল্লাহ
মাগুরায় উপজেলা মহিলা আ.লীগ সভাপতি গ্রেপ্তার
জুরাইনে পুলিশ-অটোরিকশা চালক সংঘর্ষ, রেললাইন অবরোধ
টানা ২ দফায় যত বাড়ল স্বর্ণের দাম