• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

রিকশাচালকের মরদেহ উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ নভেম্বর ২০২৪, ১৪:০৫
জয়পুরহাট
ছবি: আরটিভি

জয়পুরহাট সদর উপজেলা থেকে দিলীপ বর্মণ (৫৫) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে চকশ্যাম ব্রিজের উত্তর পাশে পৌর এলাকার বুলুপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। দিলীপ দোগাছী ইউনিয়নের খোনাপাড়া গুচ্ছগ্রামের মাখন বর্মণের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিলীপ ব্যাটারিচালিত রিকশাচালক। রাতে শহর ও আশপাশের এলাকায় রিকশা চালাতেন। প্রতিদিনের মতো বুধবারও সন্ধ্যার পরে রিকশা নিয়ে বেরিয়ে যান দিলীপ। পরে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে স্থানীয়রা হাঁটতে এসে মরদেহটি রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। রিকশাটির এখনও কোনো সন্ধান পাওয়া যায়নি।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনাটি জানা যাবে।

আরটিভি/এফএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জয়পুরহাট সুগার মিলসে আখ মাড়াই শুরু
মায়ের স্বপ্ন পূরণে হাতির পিঠে চড়ে রাজকীয় বিয়ে
‘একটু সুখের বাজারে’ ১০০ টাকায় ব্যাগভর্তি বাজার
জুতার ভেতর মিলল ৫ স্বর্ণের বার