বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের ফাঁসি
গাইবান্ধায় বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাই আরিফ বিল্লাহর (৩৬) ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক আতিকুর রহমান এই রায় দেন।
এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। আরিফ বিল্লাহর বাড়ি সাদুল্লাহপুর উপজেলার হাসানপাড়া গ্রামে।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী নিরঞ্জন কুমার ঘোষ। তিনি বলেন, আসামির মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে কার্যকর করার নির্দেশ প্রদান করা হয়েছে।
মামলার বিবরণে জানা গেছে, ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর রাতে ভাত খাওয়াকে কেন্দ্র করে হাসানপাড়া গ্রামের আরিফ বিল্লাহর সঙ্গে তার মা হামিদা বেগমের ঝগড়া বাধে। একপর্যায়ে আরিফ বিল্লাহ রাইস কুকারের ঢাকনা ভেঙে ফেলেন। বিষয়টি হামিদা বেগম তার বড় ছেলে শহিদুল ইসলামকে (৪০) জানান। পরে ছোট ভাই আরিফ বিল্লাহকে ডেকে কৈফিয়ত চান শহিদুল। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে আরিফ বিল্লাহ কাঠ দিয়ে বড় ভাই শহিদুলকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তার দাঁত ভেঙে যায় এবং তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় প্রথমে শহিদুলকে পার্শ্ববর্তী পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় ১৯ সেপ্টেম্বর শহীদুল মারা যান।
এই ঘটনায় শহিদুলের স্ত্রী তাসফুরা আক্তার বাদী হয়ে সাদুল্লাপুর থানায় হত্যা মামলায় দায়ের করেন। মামলায় আরিফ বিল্লাহকে একমাত্র আসামি করা হয়। এ রায়ে রাষ্ট্র পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নিরঞ্জন কুমার ঘোষ সন্তোষ প্রকাশ করলেও আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু আলা সিদ্দিকুল ইসলাম রিপু অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।
আরটিভি/এফএ-টি
মন্তব্য করুন