মেয়াদোত্তীর্ণ জুস খেয়ে ২ শিশু হাসপাতালে, প্রতিষ্ঠানকে জরিমানা
চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ জুস পান করে দুই শিশু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার অভিযোগে বিগ বাজারসহ দুটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে জেলা টাস্কফোর্স কমিটি ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা শহরে যৌথ অভিযান চালিয়ে তদারকি করার সময় এ জরিমানা করা হয়।
অধিদপ্তরের সহকারী পরিচালক মোহা. সজল আহম্মেদ জানান, খুশি খাতুন নামে এক ভুক্তভোগী অভিযোগ করেন, চুয়াডাঙ্গা বিগ বাজার থেকে তিনি ফার্ম ফ্রেশ নামক জুস কিনে তা তার দুই মেয়েকে খাওয়ান। কিছু সময় পর, দুই শিশুই অসুস্থ হয়ে পড়ে এবং হাসপাতালে ভর্তি করতে হয়। পরে তিনি জানতে পারেন কেনা জুসের মেয়াদ ছয় মাস আগে শেষ হয়ে গেছে।
এ ঘটনার পর জেলা টাস্কফোর্স কমিটি ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালায়। এ সময় বিগ বাজারে ও ফার্ম ফ্রেশ জুসের ডিলার প্রতিষ্ঠান মেসার্স সাদিক এন্টারপ্রাইজ এ মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা এবং সেগুলো বিক্রি করার প্রমাণ পাওয়া যায়। যার কারণে বিগ বাজারের ম্যানেজার ফরহাদ আহমেদ ও মেসার্স সাদিক এন্টারপ্রাইজের মালিক আবুল হোসেন উভয়কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। অভিযানে দুটি প্রতিষ্ঠানকে সর্বমোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।
আরটিভি/এএএ/এসএ
মন্তব্য করুন