• ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
logo

কলাপাড়ায় ৫ ফুট দৈর্ঘ্যের শঙ্খিনী সাপ উদ্ধার

কুয়াকাটা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ নভেম্বর ২০২৪, ১৯:২৪
ছবি : আরটিভি

পটুয়াখালীর কলাপাড়ায় ৫ ফুট দৈর্ঘ্যের একটি বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার করেছে এনিমেল লাভার্স অফ পটুয়াখালীর সদস্যরা।

বুধবার (১৩ নভেম্বর) মধ্যরাতে উপজেলার পূর্ব মধুখালী গ্রামের কৃষক চান মিয়ার বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়। বর্তমানে সাপটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। সাপ উদ্ধারের সময় এনিমেল লাভার্স অফ পটুয়াখালীর সদস্য ইউসুফ রনি ও আদনান রাকিব উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কালোর মধ্যে হলুদ ডোরা এ সাপটি ওই কৃষকের জালে আটকা পড়ে। এ সময় স্থানীয়রা আতঙ্কিত হয়ে সাপটি মারার চেষ্টা করে। তাৎক্ষণিক খবর পেয়ে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসা শেষে সাপটি সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে বলে জানান এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা।

কৃষক চাঁন মিয়া জানান, আমার বাড়িতে জাল দিয়ে রেখেছিলাম, যাতে কোন বিষাক্ত কিছু প্রবেশ করতে না পারে। রাতে ওই জালে সাপ আটকা পরে। আমরা স্থানীয়রা সাপটি মেরে ফেলতে চেয়েছিলাম। কিন্তু বন্যপ্রাণী নিয়ে কাজ করা সদস্যরা এসে সাপটি উদ্ধার করে।

এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্য আদনান রাকিব বলেন, শঙ্খিনী সাপ মূলত শান্ত ও লাজুক স্বভাবের। সাধারণত এসব সাপ মানুষ এড়িয়ে চলে। এমনকি বিরক্ত করলে শরীর পেঁচিয়ে মাথা শরীরের নিচে লুকিয়ে রাখে। বলা যায় মানুষের জন্য হুমকি স্বরূপ নয় মোটেও। তবে শিকারে বেশ দ্রুত। অন্য বিষাক্ত সাপ খেয়ে সাবাড় করে।

তিনি আরও বলেন, সাপটি উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে প্রাকৃতিক পরিবেশে বনে অবমুক্ত করা হয়েছে।

আরটিভি/এএএ


মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এক ট্রলারে এলো ১৯৫ মণ ইলিশ, ৪০ লাখ টাকায় বিক্রি
পথ হারালেন মাঝি, ৯৯৯-এ কল পেয়ে ১৪ পর্যটককে উদ্ধার
ধানখেত থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার
উপকূলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন