চাঁদপুরে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য আটক
চাঁদপুরে দেশীয় অস্ত্রসহ মহড়া দেওয়ার সময় কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাহার মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন- মো. তামিম (১৭), মো. সানজিদ (১৭), মো. মাঈন উদ্দিন (১৬)। এ সময় তাদের কাছ থেকে লোহার তৈরি রামদা, চাইনিজ কুড়াল, স্টিলের তৈরি চাপাতি উদ্ধার করা হয়। তারা সবাই চাঁদপুর পৌর এলাকায় বসবাস করে।
পুলিশ জানায়, চাঁদপুর শহরের নতুন বাজার সিএসডি গোডাউন এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একদল কিশোর গ্যাং মহড়া দিচ্ছিলো। এ সময় কিশোর গ্যাংয়ের সদস্যরা এলাকার লোকজনদের মধ্যে ভয়ভীতি ও ত্রাসের রাজত্ব কায়েম করে আতঙ্ক সৃষ্টি করে। চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত ও সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. বাহার মিয়ার তত্বাবধানে এস আই একরামুল হক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কিশোর গ্যাংয়ের ৩ জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১টি লোহার তৈরি রামদা, ১ টি চাইনিজ কুড়াল, ১টি স্টিলের তৈরি চাপাতি উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, আটককৃতদের জিজ্ঞাসাবাদ কালে তারা জানায় তাদের সঙ্গে থাকা মো. সাইফুল (১৭), মো. মাহি (১৬), মো. রাসেল (১৫), মো. সাকিবুল (১৭), মো. ইয়াছিন (১৭), মো. বোরহান (১৬), মো. লিজন (১৬) সহ আরও ২-৩ জন পালিয়ে যায়।
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাহার মিয়া বলেন, আটককৃতদের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।
আরটিভি/এএএ
মন্তব্য করুন