• ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

খুলনায় পাটের বস্তার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট 

খুলনা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ নভেম্বর ২০২৪, ২৩:০৯
ছবি : সংগৃহীত

খুলনায় একটি পাটের বস্তার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১০টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তবে কীভাবে আগুন লেগেছে এবং আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে স্টেশন রোডে পাটের তৈরি বস্তা রাখার একটি গোডাউনে ধোঁয়া দেখে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা আসার আগেই দ্রুত তা ছড়িয়ে পড়ে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে খুলনা ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম।

খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার বলেন, বস্তার গোডাউনে আগুন লাগা সংবাদ পেয়ে খালিশপুর, দৌলতপুর ও খুলনা সদরের ৭টি আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দেড় ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণে কাজ করছি। আগুন সম্পূর্ণ ছড়িয়ে যেতে দেইনি। আগুন প্রায় নিয়ন্ত্রণে এসেছে। চারিদিকে শুধু গোডাউন। আগুন নিয়ন্ত্রণে আসতে একটু সময় লাগবে, যেহেতু বস্তার মধ্যে পানি ঢুকতে চায় না। বস্তার ভেতরে আগুন আছে। লাখ লাখ বস্তা রয়েছে। তবে আগুন আর বাড়তে পারবে না। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরে বলা যাবে।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খুলনা বিভাগীয় বইমেলা শুরু ২৬ নভেম্বর
এক্সরে করে মাদক কারবারির পেটে মিলল ইয়াবা
খুলনায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
কুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা