• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

কক্সবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় অস্ট্রেলিয়ান নাগরিকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ নভেম্বর ২০২৪, ২৩:২৭
ছবি : সংগৃহীত

কক্সবাজারের মেরিন ড্রাইভে ভাড়ায় চালিত মোটরসাইকেল দুর্ঘটনায় ম্যাগ্রিন ড্যানিয়েল পল (৪৯) নামে এক অস্ট্রেলিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে মেরিন ড্রাইভের বেলি হ্যাচারির সামনে এ দুর্ঘটনা ঘটে।

ম্যাগ্রিন ড্যানিয়েল তিনি অস্ট্রেলিয়ান নাগরিক। তিনি দেশের সাউথ সিডনির কিয়ামা অঞ্চলের অধিবাসী। চলতি মাসের ১ তারিখ তিনি বাংলাদেশে প্রবেশ করেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন জানান, কক্সবাজার সদর থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে টেকনাফের দিকে যাচ্ছিলেন ম্যাগ্রিন ড্যানিয়েল পল। বেলা সাড়ে ৪টার দিকে মেরিন ড্রাইভের বেলি হ্যাচারির সামনে পৌঁছামাত্র দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি সড়কে ছিটকে পড়েন। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার রেস্তোরাঁর সাইনবোর্ডে ভেসে উঠল ‘ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরবে’
ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
পঞ্চগড়ে ট্রাক্টর উল্টে প্রাণ গেল চালকের
বাথরুমে পড়ে ছিল মা-মেয়ের মরদেহ