চাঁদপুরে প্রশাসনের অভিযানে তিন ডায়াগনস্টিক সেন্টার বন্ধ
চাঁদপুর সদর হাসপাতালের সামনে লাইসেন্স সংক্রান্ত কাগজপত্র আপডেট না থাকায় নিউ তাকওয়া ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে লাইসেন্স নবায়ন না করা পর্যন্ত প্রতিষ্ঠানটি বন্ধ রাখার নির্দেশ দেন। এছাড়া পাশে থাকা মিম ডায়াগনস্টিক সেন্টার ও গ্রিন ভিউ এক্স-রে এন্ড ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নবায়ন না থাকায় সব কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে চাঁদপুর সদর হাসপাতাল সংলগ্ন এলাকায় প্রশাসন এ অভিযান পরিচালনা করেছে।
অভিযান পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল এমরান খাঁন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (এমও-সিএস) ডা. মো. শাখাওয়াত হোসেন, চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজন কুমার দাসসহ একটি যৌথ টিম।
চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল এমরান খাঁন বলেন, আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে রোগীরা যাতে কোনো ভাবেই দালাল চক্রের শিকার হতে না হয় এবং সঠিক চিকিৎসা সেবা নিশ্চিত করা যায়। প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে যে জটিলতার কথা বলা হয়েছে, তা দ্রুত সমাধান করতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করা হবে। তবে, যদি সঠিক কাগজপত্র না থাকে, তাহলে কার্যক্রম বন্ধ থাকবে।
এদিকে, চাঁদপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. শাখাওয়াত হোসেন জানিয়েছেন, আমরা সার্বিক সহযোগিতা প্রদান করতে প্রস্তুত, তবে প্রতিষ্ঠানগুলোর জন্য লাইসেন্স নবায়ন এবং অন্যান্য নিয়মকানুন মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরটিভি/এএএ
মন্তব্য করুন