• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

কুষ্টিয়ায় সেনা অভিযানে অস্ত্র গোলাবারুদসহ ৩ জন আটক

স্টাফ রিপোর্টার (কুষ্টিয়া), আরটিভি নিউজ

  ১৫ নভেম্বর ২০২৪, ১৭:২৩
কুষ্টিয়ায় সেনা অভিযানে অস্ত্র গোলাবারুদসহ ৩ জন আটক
ছবি : আরটিভি

কুষ্টিয়ার দৌলতপুরে সেনাবাহিনী অভিযান চালিয়ে বেশকিছু আগ্নেয়াস্ত্র গোলাবারুদ ও ধারালো দেশীয় অস্ত্র উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে।

শুক্রবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া সেনাক্যাম্পে প্রেস ব্রিফিংএ এ তথ্য জানানো হয়।

কুষ্টিয়া সেনাক্যাম্পের ক্যাপ্টেন সোহানুর বলেন, বৃহস্পতিবার গেল রাত ২টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত জেলার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের জগন্নাথপুর এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়।

তিনি আরও বলেন, এ সময় জারিফ হাসান, জাহাঙ্গীর ও সোহাগের বাড়িতে তল্লাশি চালিয়ে ৫টি আগ্নেয়াস্ত্র, বেশকিছু গোলাবারুদ, ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় অবৈধভাবে এসব অস্ত্র গোলাবারুদ রাখার দায়ে ৩ জনকে আটক করা হয়। নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। যা অব্যাহত থাকবে বলে সেনাক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে। মামলা দিয়ে আটককৃতদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হবে।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের মায়ের অনশন
কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর হামলা
মুক্তিযুদ্ধের সূতিকাগার কুষ্টিয়া মুক্ত দিবস আজ
কুষ্টিয়া মুক্ত দিবস পালিত