• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

ভাতিজার বিরুদ্ধে চাচাকে গলাকেটে হত্যার অভিযোগ, আটক ৩

আরটিভি নিউজ

  ১৫ নভেম্বর ২০২৪, ১৭:৪৮
ভাতিজার বিরুদ্ধে চাচাকে গলাকেটে হত্যার অভিযোগ, আটক ৩
ছবি : সংগৃহীত

শেরপুরের নকলায় চাচাকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজা ও তার দুই সন্তানের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের রুনীগাও মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

শুক্রবার (১৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান।

স্থানীয়রা জানান, নিহত আইয়্যুব আলী (৬৫) রুনীগাওয়ের দছির উদ্দিন মেম্বারের ছেলে। তিনি পেশায় দর্জি ছিলেন। এ ঘটনার অভিযোগে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ভাতিজা মুকুল মিয়া (৪৫) ও তার দুই ছেলে মহসিন হাসান (২৩) এবং জিহান হাসানকে (২০) আটক করেছে পুলিশ।

নিহতের ছেলে রাজন বলেন, ‘আমাদের পরিবারের সঙ্গে জমিজমা নিয়ে মুকুল মিয়ার দীর্ঘদিনের বিরোধ চলছিল। সেই ক্ষোভে আমার বাবা আইয়্যুব আলীকে দুদিন আগে হত্যার হুমকি দিয়েছিলেন মুকুল মিয়া। আমার বাবা দর্জির কাজ করে সংসার চালাতেন। প্রতিদিনের মতো সকাল ৯টায় দোকানে যান। কিন্তু গতরাতে বাড়ি ফিরতে দেরি হচ্ছিল তার। মোবাইল বন্ধ পেয়ে বাজারে খোঁজ নিয়ে জানতে পারি, রাত ১০টার দিকে কাজ শেষ করে বাড়ি চলে গেছেন তিনি। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরপাড়ে আইয়্যুব আলীর জুতা ও বাজারের ব্যাগ দেখতে পান স্থানীয়রা। তারপাশে পুকুরে গলা কাটা অবস্থায় মাথার অংশ ডুবে ছিল।’

নকলা থানার ওসি হাবিবুর রহমান বলেন, ‘রাতে রুনীগাও মধ্যপাড়া এলাকায় আইয়্যুব আলী নামে এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। সুরতহাল প্রতিবেদনে নিহতের গলায়, বুকে ও চোখের ওপরে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের প্রাথমিক অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা রাতেই ৩ জনকে আটক করেছি। যাচাই-বাছাই চলছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোগাই নদীতে ডুবে প্রাণ গেল ২ শিক্ষার্থীর 
সাংবাদিক হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার দস্তগীর গ্রেপ্তার
শেরপুরে মাদক বিক্রির অভিযোগে ছাত্রদল নেতাকে অব্যাহতি
জিআই স্বীকৃতি পেল শেরপুরের ছানার পায়েস