পাবনার সাঁথিয়া-চব্বিশ মাইল আঞ্চলিক সড়কের মহিলা মাদরাসার পাশে ব্যাটারি চালিত অটো ভ্যানের ধাক্কায় হিদান (৬) নামে এক শিশু নিহত হয়েছে।
শুক্রবার( ১৫ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাঁথিয়া পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মো. আফসার আলী মুন্সী।
স্থানীয়রা জানান, নিহত হিদানকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায় এলাকাবাসী। হিদান পিপুলিয়া গ্রামের আলমাছ কাজীর ছেলে।
এ সময় তাকে উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হিদানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। বিকেল ৩টার দিকে পাবনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ষোষণা করেন।
আরটিভি/এমকে