• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo

লক্ষ্মীপুরে বাসচাপায় শিশুর মৃত্যু 

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ নভেম্বর ২০২৪, ২২:০৫
লক্ষ্মীপুরে বাসচাপায় শিশুর মৃত্যু 
ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের জকসিন বাজার এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় আহনাফ হোসেন (৭) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু আহনাফ সদর উপজেলার যাদৈয়া এলাকার সফিকুল আলমের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের জকসিন বাজারের কাচারী পোলের কাছে দুপুরে রাস্তা পার হচ্ছিল শিশু আহনাফ। এ সময় লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা জোনাকী পরিবহনের একটি যাত্রীবাহী বাস শিশু আহনাফকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির। দুর্ঘটনার পরে উত্তোজিত জনতা বাসটিতে হামলা চালিয়ে ভাংচুর করে। বাসটি জব্দ করতে পারলেও চালক পালিয়ে যায়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার পুলিশের উপ-পরিদর্শক মো. নুর মোহাম্মদ বলেন, বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছি। যেহেতু এটি দুর্ঘটনা তাই পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া শিশুটিকে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

উপ-পরিদর্শক মো. নুর মোহাম্মদ আরও বলেন, ‘বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন। বিষয়টি তদন্ত করছে পুলিশ।’

আরটিভি/এমকে/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চুরির অপবাদে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা
লক্ষ্মীপুরে তিন ইটভাটার ৫ লাখ টাকা জরিমানা
লক্ষ্মীপুরে শিক্ষার্থী হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার 
লক্ষ্মীপুর-ভোলা নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক